বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

প্রকল্পে অনিয়মের চিঠি নিয়ে তেলেসমাতি

  •    
  • ৩ জুন, ২০২১ ১৮:১৬

প্রধান প্রকৌশলী বলছেন, আপনার কাছে চিঠি, আপনিই নাকি জবাব দেয়ার অথরিটি? নিউজবাংলার প্রতিবেদকের এমন প্রশ্নে ডিএসসিসির প্রধান নির্বাহী ফরিদ বলেন, ‘না, আমার কাছে চিঠি থাকে না। চিঠি প্রধান প্রকৌশলীর কাছেই থাকবে, ওই ডিপার্টমেন্টে। এ ধরনের চিঠি দিয়ে থাকলে বিষয়টা প্রধান প্রকৌশলী দেখবেন।’

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) নতুন অন্তর্ভুক্ত শ্যামপুর, দনিয়া, মাতুয়াইল ও সারুলিয়া এলাকার সড়ক অবকাঠামো উন্নয়ন প্রকল্পে অনিয়মের অভিযোগের বিষয়ে জানতে চিঠি দিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। দুই মাস পার হয়ে গেলেও সেই চিঠির জবাব দেয়নি সিটি করপোরেশন।

বিষয়টি নিয়ে বৃহস্পতিবার ডিএসসিসির প্রধান প্রকৌশলী মো. রেজাউর রহমানের সঙ্গে কথা বলেছে নিউজবাংলা।

তিনি বলেন, ‘চিঠি আমার কাছে থাকে না এবং এ-সংক্রান্ত জবাব আমার না। চিঠির উত্তর দেবেন প্রধান নির্বাহী কর্মকর্তা। আমি জানি চিঠি এসেছে। তবে চিঠির উত্তর এখনো দেয়া হয়নি। এখন চিঠির উত্তর প্রধান নির্বাহী দেবেন কি দেবেন না- সেটা তার ব্যাপার। আপনি প্রধান নির্বাহীর সঙ্গে যোগাযোগ করেন।’

এ ব্যাপারে জানতে প্রধান প্রকৌশলীর কথা অনুযায়ী ডিএসসিসির প্রধান নির্বাহী ফরিদ আহাম্মদের সঙ্গে যোগাযোগ করে নিউজবাংলা।

তিনি বলেন, ‘এটা আমার নলেজে নাই। আপনি আমার চিফ ইঞ্জিনিয়ারের সঙ্গে কথা বলেন। উনি আপনাকে তথ্য দিতে পারবেন।’

প্রধান প্রকৌশলী বলছেন, আপনার কাছে চিঠি, আপনিই নাকি জবাব দেয়ার অথরিটি?

নিউজবাংলার প্রতিবেদকের এমন প্রশ্নে ডিএসসিসির প্রধান নির্বাহী ফরিদ বলেন, ‘না, আমার কাছে চিঠি থাকে না। চিঠি প্রধান প্রকৌশলীর কাছেই থাকবে, ওই ডিপার্টমেন্টে। এ ধরনের চিঠি দিয়ে থাকলে বিষয়টা প্রধান প্রকৌশলী দেখবেন।’

এ বিভাগের আরো খবর