ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণকক্ষের দায়িত্বে থাকা কর্মকর্তা রাসেল শিকদার নিউজবাংলাকে বলেন, ‘আগুনে গুদামের বেশির ভাগ মালামাল পুড়ে গেছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।’
মিরপুর লালমাটি বাউনিয়াবাদ এলাকায় একটি ঝাড়ুর গোডাউনে আগুন লাগার আধা ঘণ্টার মধ্যে নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।
মঙ্গলবার দুপুর ১২টা ১৪ মিনিটে আগুনের সূত্রপাত হয়। এরপর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট চেষ্টা চালিয়ে দুপুর পৌনে ১টার দিকে তা নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণকক্ষের দায়িত্বে থাকা কর্মকর্তা রাসেল শিকদার নিউজবাংলাকে বলেন, ‘আগুনে গুদামের বেশির ভাগ মালামাল পুড়ে গেছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।’