করোনা মোকাবিলায় আসন্ন বাজেটে স্বাস্থ্য খাতের উন্নয়নে বরাদ্দ বাড়ানোসহ পানি, স্যানিটেশন ও হাইজিনে আরও বিনিয়োগের দাবি করেছে এ খাতের আটটি সংগঠন। সংগঠনগুলো সম্মিলতিভাবে সাতটি সুপারিশও প্রস্তাব করেছে।
রোববার ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ওয়াশ খাতের সামঞ্জস্যপূর্ণ ও ন্যায্য বরাদ্দ বিষয়ে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এসব প্রস্তাব করা হয়।
ওয়াটারএইড, ইউনিসেফ, পিপিআরসি, ফানসা-বিডি, এফএসএম নেটওয়ার্ক, স্যানিটেশন অ্যান্ড ওয়াটার ফর অল, ওয়াশ অ্যালায়েন্স ও এমএইচএম নেটওয়ার্কের যৌথ উদ্যোগে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে বিশিষ্ট অর্থনীতিবিদ এবং পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার, পিপিআরসির চেয়ারম্যান হোসেন জিল্লুর রহমান বলেন, ‘নিরাপদ পানি, স্যানিটেশন এবং হাইজিনে অবশ্যই জোর দিতে হবে। কারণ, মহামারির কারণে ওয়াশ খাতে বাজেটের ক্ষেত্রে ব্যাপক ব্যবধান সৃষ্টি হয়েছে।
‘করোনা মোকাবিলায় সরকারসহ সংশ্লিষ্ট সব পক্ষ থেকে মাস্ক পরার ওপর যত জোর দেয়া হচ্ছে, হাত ধোয়ায় তা দেয়া হচ্ছে না। অথচ দুটিই সমান গুরুত্বপূর্ণ। হাইজিনের বিষয়টি এখনো স্বাস্থ্য খাতের একটি সাব-সেক্টর হয়ে রয়ে গেছে। যার কারণে বরাবরই এই খাতে বরাদ্দ কম দেয়া হয়। তবে এ বছর এই খাতে যথাযথভাবে মনোযোগ না দেয়া হলে মহামারি আরও দীর্ঘায়িত হতে পারে।’
তিনি বলেন, ‘হাইজিন সার্ভে ২০১৮-তে দেখা গেছে, প্রতি ১১৫ শিক্ষার্থীর জন্য একটি টয়লেট রয়েছে। আবার মাত্র ৩৪ শতাংশ স্কুলে টয়লেট ও পানির সুব্যবস্থা রয়েছে। ২২ শতাংশ টয়লেটের কাছে সাবান ছিল। ২০ শতাংশ স্কুলে ছাত্রছাত্রীদের জন্য আলাদা টয়লেট ছিল না। তাই হাইজিনের বিষয়টি কাগজে-কলমের বাইরে গিয়ে বাস্তবে আরও গুরুত্ব দিতে হবে।
‘আবার বিভিন্ন স্থানে ওয়াশ বাজেট বরাদ্দের ক্ষেত্রেও রয়েছে অসমতা। গ্রামাঞ্চল, চর, পার্বত্য অঞ্চল ও উপকূলীয় এলাকায় ওয়াশ বাজেট বরাদ্দ বেশি প্রয়োজন হলেও শহর ও বড় মহানগরে বেশি দেয়া হয়েছে।’
ওয়াটারএইডের কান্ট্রি ডিরেক্টর হাসিন জাহান বলেন, ‘করোনা স্বাস্থ্য খাতের জন্য চলতি বাজেটে ১০ হাজার কোটি টাকা বরাদ্দ ছিল। কিন্তু তা খরচের কোনো সুনির্দিষ্ট নির্দেশনা ছিল না। তাই সে টাকা কীভাবে খরচ হয়েছে তা জানা যায়নি। করোনা অনেক পরিবারকে দারিদ্র্যের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। তারা স্বাস্থ্যবিধি ব্যবস্থাপনার উপকরণ জোগানে সামর্থ্য হারিয়েছে। বিশেষ করে নারীরা স্যানিটারি ন্যাপকিন ব্যবহারের ক্রয়ক্ষমতাও হারিয়েছে। তাই আসন্ন বাজেটে স্যানিটারি ন্যাপকিনে অতিরিক্ত ভ্যাট এবং ট্যাক্স কর্তন এবং তা সামর্থ্যের মধ্যে রাখার জন্য মূল্য হ্রাস করাকে বিশেষভাবে নজর দিতে হবে।’
ওয়াটারএইড ও ইউনিসেফের সহযোগিতায় করা পিপিআরসির এক বিশ্লেষণ তুলে ধরে এ সময় বলা হয়, স্যানিটেশন ও হাইজিনসহ (ওয়াশ) স্বাস্থ্য খাতে ২০০৭-০৮ সাল থেকে ২০১৯-২০ অর্থবছরে জাতীয় বাজেটে অর্থ বরাদ্দ ক্রমান্বয়ে বেড়েছে। এ সময় ২ হাজার ৫৬৩ কোটি টাকা থেকে বেড়ে ১২ হাজার ২২৭ কোটি টাকা হয়েছে। বিগত বছরগুলোর বাজেটে এ খাতে আর্থিক বরাদ্দের ধারা ঊর্ধ্বমুখী থাকলেও ২০২০-২১ অর্থবছরে এডিপির অধীনে ওয়াশ খাতে ৫ শতাংশেরও কম বরাদ্দ করা হয়েছিল।
সংবাদ সম্মেলনে বিভিন্ন জরিপের ফল তুলে ধরে বলা হয়, দেশের ৮৪ দশমিক ৬ শতাংশ পরিবারের উন্নত স্যানিটেশনের সুবিধা রয়েছে। মানুষের মাঝে স্বাস্থ্যবিধিসংক্রান্ত যথেষ্ট জ্ঞান থাকলেও হাত ধোয়ার মতো স্বাস্থ্যবিধি চর্চার হার খুব কম। মাত্র ৪০ শতাংশ মানুষের হাত ধোয়ার স্থানে সাবান ও পানির সুবিধা রয়েছে। তাই হ্যান্ড হাইজিনের ক্ষেত্রে দেশব্যাপী প্রচারণাও চালানো দরকার।
সম্মিলিত সুপারিশ
করোনা মহামারি মোকাবিলায় স্বাস্থ্যবিধিকে শুধু মূলধারার এজেন্ডায় ফুটনোটে না রেখে এর সামগ্রিকতা বিবেচনায় নিয়ে স্বাস্থ্যবিধিতে ব্যাপকভাবে আলোকপাত করতে হবে, এ খাতে বাজেট বরাদ্দ বাড়াতে হবে।
কিশোরী মেয়ে ও শিশুদের জন্য প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি ও স্বাস্থ্য এবং অপুষ্টির সঙ্গে সম্পর্কিত বিষয়গুলোর ব্যাপারে পদক্ষেপগুলো খুঁজে বের করতে হবে।
করোনার বাস্তবতা ও এসডিজি বাস্তবায়ন বিবেচনায় নিয়ে স্বাস্থ্যবিধি বা হাইজিন প্রসারের জাতীয় কৌশলপত্র পরিমার্জন ও হালনাগাদ করতে হবে।
স্বাস্থ্যবিধি অনুশীলনকে ব্যক্তিগত ও সামাজিক পর্যায়েই গুরুত্বের সঙ্গে অন্তর্ভুক্ত করতে হবে।
বাজার-মার্কেট, সরকারি-বেসরকারি অফিস-আদালতসহ জনসমাগমস্থলে হাত ধোয়ার সুবিধা রাখা এবং সেগুলো কার্যকর রাখতে যথাযথ কর্মপরিকল্পনা নিতে হবে।
ওয়াশ খাতে বরাদ্দে আঞ্চলিক বৈষ্যম্য ও নীতিনির্ধারণী পর্যায়ের পক্ষপাত দূর করতে হবে। স্বাস্থ্যবিধি চর্চার মাধ্যমে সামগ্রিক পুষ্টি ও স্বাস্থ্যবিধি পরিস্থিতির উন্নয়নে বিভিন্ন খাত ও সংস্থাভিত্তিক উদ্যোগ এগিয়ে নিতে বাজেটের ফোকাস বাড়াতে হবে।
দেশের উপকূলীয় অঞ্চলে নিরাপদ ও সুপেয় পানি সরবরাহের জন্য পরিবেশবান্ধব সৌরচালিত পানি লবণমুক্ত করার প্ল্যান্ট চালু এবং সেগুলো চলমান রাখতে পর্যাপ্ত বাজেট বরাদ্দ দিতে হবে।