নোয়াখালীর আদালতের এক কর্মচারীর দুর্নীতি নিয়ে প্রতিবেদন করায় সময় টিভির সিনিয়র রিপোর্টার আফজাল হোসেনের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার এবং মামলাকারীর শাস্তি দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ল’ রিপোর্টার্স ফোরাম (এলআরএফ)।
সুপ্রিমকোর্টের মূল ফটকের সামনে রোববার এ মানববন্ধন কর্মসূচি পালন করে এলআরএফ-এর নেতাকর্মীরা।
সংগঠনটির সভাপতি মাশহুদুল হক হুঁশিয়ারি দিয়ে বলেন, অবিলম্বে এলআরএফের সাবেক সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেনের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার না করলে সাংবাদিকদের নিয়ে নোয়াখালীতে দুর্নীতিবাজ নাজিরের অফিস ঘেরাও করা হবে। প্রয়োজনে নোয়াখালী আদালতে অবস্থান কর্মসূচি পালন করা হবে।
মামলার বাদী নাজির আলমগীরের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়ে প্রধান বিচারপতি, আইনমন্ত্রীর প্রতি আহ্বান জানান সংগঠনটির নেতারা।
নোয়াখালী আদালতের নাজির আলমগীরের বিরুদ্ধে দুর্নীতির প্রতিবেদন করায় ডিজিটাল নিরাপত্তা আইন ও মানহানির অভিযোগে আফজাল হোসেনসহ সময় টিভির বিরুদ্ধে পৃথক দুটি মামলা করা হয়।
গত ৫ মে নোয়াখালীর প্রথম যুগ্ম জেলা জজ আদালতে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে আফজাল হোসেনসহ পাঁচ জনের বিরুদ্ধে মামলা করেন নাজির আলমগীর। এরপর ১১ মে নোয়াখালী আদালতে ডিজিটাল নিরাপত্তা আইনে আরও একটি মামলা করেন তিনি।
মানববন্ধনে বক্তারা জানান, দুর্নীতির মামলায় দুদকের দেয়া তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে আফজাল হোসেন তার প্রতিবেদন তৈরি করেছেন। এখানে তার ব্যক্তিগত কোনো বক্তব্য প্রচারিত হয়নি। এমন একটি প্রতিবেদন নিয়ে এভাবে হয়রানিমূলকভাবে একের পর এক মামলা করা উদ্বেগজনক।
বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইন সাংবাদিকদের কন্ঠরোধের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে উল্লেখ করে বক্তারা দ্রুত আইনটি বাতিলের দাবি জানিয়েছেন।
সংগঠনটির সাধারণ সম্পাদক মুহাম্মদ ইয়াছিনের সঞ্চলনায় আরও বক্তব্য রাখেন সাবেক সাধারণ সম্পাদক দিদারুল আলম দিদার, হাসান জাবেদ।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ মুহাম্মদ জামাল হোসাইন, ল রিপোর্টার্স ফোরামের সাবেক সম্পাদক আজিজুল ইসলাম পান্নু, নাজমুল আহসান রাজু, মনিরুজ্জামান মিশন।