রাজধানীর মোহাম্মদপুরের নবোদয় হাউজিংয়ের একটি টিনশেড ঘরে আগুনে দগ্ধ দুই বছর বয়সী শিশু মোরসালিনের মৃত্যু হয়েছে। হাসপাতালে সংকটাপন্ন তার মা ও বাবা।
রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে শনিবার রাতে শিশুটির মৃত্যু হয়।
ইনস্টিটিউটের সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেন নিউজবাংলাকে এ তথ্য জানিয়ে বলেন, শিশুর বাবা-মায়ের অবস্থাও আশঙ্কাজনক।
শিশুর মৃত্যুর বিষয়টি জানিয়েছেন প্রতিবেশী কবির হোসেন।
তার ভাষ্য, শিশুটি হাসপাতালের সাততলায় ভর্তি ছিল। তার মা লাবনী আক্তার (২৫) সেখানেই ভর্তি। আর শিশুটির বাবা সোহেল (৩৫) আইসিইউতে আছেন। তাদের অবস্থা এখনও আশঙ্কাজনক।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, সোহেলের শরীরের ৭৫ শতাংশ এবং লাবনীর শরীরের ৩০ শতাংশ দগ্ধ হয়েছে। শিশু মোরসালিন ৮০ শতাংশ দগ্ধ ছিল।
গত শুক্রবার রাতে মোহাম্মদপুরের ওই টিনশেড ঘরে আগুন লাগে। এতে দগ্ধ তিনজনের চিৎকারে এগিয়ে আসেন প্রতিবেশীরা।
তারা ওই তিনজনকে ঢাকা মেডিক্যালের বার্ন ইউনিটে ভর্তি করেন। পরে সেখান থেকে তাদের শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়।