রাজধানীর একটি বাসা থেকে লাইসার্জিক অ্যাসিড ডাইথ্যালামাইড (এলএসডি) নামের মাদক উদ্ধারের মামলায় গ্রেপ্তার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীকে জিজ্ঞাসাবাদ করতে পাঁচ দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ।
ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতের বিচারক বাকী বিল্লাহ ভার্চুয়াল শুনানি শেষে এ আদেশ দেন।
আদালতে ধানমন্ডি থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই সাইফুর রহমান নিউজবাংলাকে বিষয়টি জানিয়েছেন।
রিমান্ড আদেশ পাওয়া আসামিরা হলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাদমান সাকিব রূপল, আসহাব ওয়াদুদ তুর্য ও ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির ছাত্র আদিন আশরাফ।
ধানমন্ডি থানায় ২৭ মে পুলিশের করা মামলায় তিন শিক্ষার্থীর প্রত্যেককে সাত দিন করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ও সংশ্লিষ্ট থানার এসআই সালাহউদ্দিন কাদের।
ওই দিন আদালত তাদের কারাগারে পাঠিয়ে রোববার রিমান্ড শুনানির দিন ঠিক করে।
আজ আসামিদের আদালতে হাজির করা হয়নি। কারাগার থেকে তাদের ভার্চুয়ালি হাজির করা হয়।
আসামিদের পক্ষে তাদের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে আদালত রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আদেশ দেয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হাফিজুর রহমানের অপমৃত্যুর তদন্তে নেমে এলএসডির সন্ধান পায় পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। ২৬ মে রাতে রাজধানীর একটি বাসা থেকে এলএসডি নামের মাদক উদ্ধার করে ডিবির রমনা বিভাগ।
এলএসডি বিক্রির সঙ্গে জড়িত থাকার অভিযোগে এ তিন শিক্ষার্থীকে গ্রেপ্তার করে ডিবি। ওই সময় তিনজনের কাছ থেকে ২০০টি এলএসডি জব্দ করা হয়।
পুলিশের ভাষ্য, প্রতিটি এলএসডি তিন হাজার টাকা মূল্যে বিক্রি করতেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন ওই তিন শিক্ষার্থী।