বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

শিশু সোহানা হত্যা: সৎ মায়ের দায় স্বীকার

  •    
  • ২৯ মে, ২০২১ ১৮:২৮

৯ বছর বয়সী সোহানাকে আদর্শনগরের বাসায় নিয়ে আসেন তার বাবা। সোহানাকে দিয়ে সব ধরনের গৃহস্থালি কাজ করাতেন সৎ মা শাহিনুর। ব্যত্যয় ঘটলেই সোহানাকে নির্যাতন করা হতো। শুক্রবার সকালে সামান্য অপরাধে সোহানার মাথায় আঘাত করেন পারভীন।

রাজধানীর মিরপুরে শিশু সোহানা আক্তার হত্যা মামলায় সৎ মা শাহিনুর বেগম আদালতে দায় স্বীকার করে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।

শনিবার মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার এসআই আতাউল মাহমুদ আসামিকে আদালতে হাজির করেন।

আসামি স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ড করার জন্য আদালতে আবেদন করেন তদন্ত কর্মকর্তা।

আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মুখ্য মহানগর আদালতের (সিএমএম) হাকিম আবু সুফিয়ার মো. নোমান তার জবানবন্দি রেকর্ড করেন।

এরপর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন ।

জানা যায়, সোহানার মা কুলসুমের সঙ্গে ৪ বছর আগে বিচ্ছেদ হয় ওর বাবা সোহেলের।

পরে শাহিনুরকে বিয়ে করেন রিকশাচালক সোহেল।

৯ বছর বয়সী সোহানাকে আদর্শনগরের বাসায় নিয়ে আসেন তার বাবা।

সোহানাকে দিয়ে সব ধরনের গৃহস্থালি কাজ করাতেন সৎ মা শাহিনুর।

ব্যত্যয় ঘটলেই সোহানাকে নির্যাতন করা হতো।

শুক্রবার সকালে সামান্য অপরাধে সোহানার মাথায় আঘাত করেন পারভীন।

সোহানা অসুস্থ হয়ে পড়লে তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়।

সেখানে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

এ ঘটনায় সোহানার নানা মো. ইয়াছির পল্লবী থানায় হত্যা মামলা করেন।

সোহানা স্থানীয় স্কুলে পঞ্চম শ্রেণিতে পডাশোনা করতো।

এ বিভাগের আরো খবর