মাদকের বিরুদ্ধে কর্মসূচি দিতে ছাত্রলীগের প্রতি আহ্বান জানিয়েছে ছাত্রদল।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে শনিবার আয়োজিত বিক্ষোভ সমাবেশে এ আহ্বান জানান ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদলের আহ্বায়ক রাকিবুল ইসলাম রাকিব।
স্বাস্থ্যবিধি মেনে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া ও মাদকমুক্ত ক্যাম্পাসের দাবিতে এ সমাবেশের আয়োজন করে বিশ্ববিদ্যালয় ছাত্রদল।
সমাবেশে রাকিব বলেন, ‘ছাত্রদল সবসময় মাদকের বিরুদ্ধে। ছাত্রলীগকে বলব, আপনারা সবাই ছাত্র; এ দেশের নাগরিক।
‘বুকে সৎ সাহস থাকলে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সকল ক্যাম্পাসকে মাদকমুক্ত করতে আপনারা মাদকের বিরুদ্ধে প্রোগ্রাম করুন।’
মাদকমুক্ত ক্যাম্পাসের জন্য ছাত্রদলের নেতা-কর্মীরা জীবন দিতে প্রস্তুত দাবি করে রাকিব বলেন, ‘বিএনপি ক্ষমতায় থাকাকালে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের কোথাও ইয়াবা দ্বারা শিক্ষার্থীরা আক্রান্ত হয়নি। তরুণ প্রজন্মের রক্তকে দূষিত করার জন্য আওয়ামী লীগ সরকার সীমান্ত উম্মুক্ত করে দিয়ে দেশকে মাদকের অভয়ারণ্য করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস আজ মাদকে সয়লাব।’
রাকিবের শনিবারের বক্তব্যের দুই দিন আগে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা জনিয়েছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হাফিজুর রহমান মৃত্যুর আগে তার বন্ধুদের সঙ্গে মাদক সেবন করেছিলেন।
বিশেষ রাজনৈতিক উদ্দেশ্যে সরকার শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে না দাবি করে ছাত্রদলের এ নেতা বলেন, ‘একটি বিশেষ রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য এই সরকার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখেছে। ১২ জুনের পর বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ না খুললে ছাত্রদল বৃহত্তর কর্মসূচির ঘোষণা দিয়ে সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে দাবি আদায় করে ছাড়বে। শিক্ষাপ্রতিষ্ঠান না খোলা পর্যন্ত ছাত্রদল রাজপথে অবস্থান করবে।’
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ছাত্রদল সভাপতি ফজলুর রহমান খোকন বলেন, ‘সরকারের প্রতি আহ্বান করব বিশ্ববিদ্যালয়সহ বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান অবিলম্বে খুলে দিয়ে শিক্ষার্থীদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনুন। অন্যথায় সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে বৃহত্তর আন্দোলনের মাধ্যমে এই সরকারকে সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে বাধ্য করা হবে।’
ছাত্রদল সবসময় মাদকের বিরুদ্ধে উল্লেখ করে খোকন বলেন, ‘ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে মাদকমুক্ত ক্যাম্পাস প্রতিষ্ঠা করবে।’
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদস্য সচিব আমানুল্লাহ আমান সমাবেশের সঞ্চালনা করেন। এ সময় ছাত্রদল সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, ঢাবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আকতার হোসেন, জহিরউদ্দীন আহমেদ, কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, আহ্বায়ক কমিটির সদস্য তরিকুল ইসলাম তরিক, মানসুরা আলম, কানেতা-ইয়া-লাম লাম, জসীম উদদীন হল ছাত্রদল নেতা আবিদুল ইসলাম খান, জহুরুল হক ছাত্রদল নেতা মেহেদী হাসানসহ শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।