বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

রাজধানীতে আনসার আল ইসলামের ‘সদস্য’ গ্রেপ্তার

  •    
  • ২৮ মে, ২০২১ ১৮:৫০

এএসপি আবদুল্লাহ আল মামুন বলেন, প্রাথমিক অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদে জানা যায়, মুজাহিদ সামাজিক যোগাযোগের মাধ্যম ব্যবহার করে নতুন সদস্য সংগ্রহ করার চেষ্টা চালিয়ে আসছিলেন। তিনি সংগঠনের অন্য সদস্যদের সঙ্গে বেশ কয়েকটি গোপন বৈঠকে অংশগ্রহণ করেন। এ ছাড়া তার সামাজিক যোগাযোগ মাধ্যমের আইডি বিশ্লেষণ করে জঙ্গিবাদের সঙ্গে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায়।

রাজধানীর নিউমার্কেট এলাকা থেকে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের একজন ‘সদস্য’কে গ্রেপ্তার করেছে র‌্যাব।

গ্রেপ্তার ব্যক্তির নাম মো. মুজাহিদ। তার বাড়ি ভোলা জেলায়।

বৃহস্পতিবার রাত ৯টার দিকে নিউমার্কেটের কাছে ২৫ মিরপুর রোড নিওয়েজ সার্ভিস স্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র‍্যাব-২।

শুক্রবার র‍্যাব-২-এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আবদুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-২ এর একটি বিশেষ দল অভিযান চালিয়ে আনসার আল ইসলামের সক্রিয় সদস্য মুজাহিদকে গ্রেপ্তার করেছে।

সম্প্রতি র‍্যাব-২ আনসার আল ইসলামের আরেক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করে। তার দেয়া তথ্য অনুযায়ী মুজাহিদকে আইনের আওতায় আনার জন্য র‌্যাব-২ গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। বৃহস্পতিবার তার বিরুদ্ধে নিউমার্কেট থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে র‌্যাব।

এরপর জানা যায়, আনসার আল ইসলামের একজন সদস্য ২৫ মিরপুর রোড নিওয়েজ সার্ভিস স্টেশন এলাকায় কোনো এক নিদিষ্ট স্থানে সংগঠনের অন্য সদস্যেদের সঙ্গে গোপন বৈঠকে অংশ নিতে যাচ্ছেন। এরপর তাকে গ্রেপ্তার করা হয়।

এএসপি আবদুল্লাহ আল মামুন বলেন, প্রাথমিক অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদে জানা যায়, মুজাহিদ সামাজিক যোগাযোগের মাধ্যম ব্যবহার করে নতুন সদস্য সংগ্রহ করার চেষ্টা চালিয়ে আসছিলেন। তিনি সংগঠনের অন্য সদস্যদের সঙ্গে বেশ কয়েকটি গোপন বৈঠকে অংশগ্রহণ করেন। এ ছাড়া তার সামাজিক যোগাযোগ মাধ্যমের আইডি বিশ্লেষণ করে জঙ্গিবাদের সঙ্গে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায়।

সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় মুজাহিদকে নিউমার্কেট থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিভাগের আরো খবর