রাজধানীর নিকেতনের একটি পাঁচতলা ভবন থেকে পড়ে কাজী কারিশমা জিন্নাত নামে ৩৬ বছর বয়সী এক নারী মারা গেছেন।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টা দিকে নিকেতনের ১৩ নম্বর রোডের ১৯ নম্বর বাসায় এ ঘটনা ঘটে। তিনি ভবনের পাঁচতলার একটি ফ্ল্যাটে থাকতেন।
গুলশান থানার এস আই মো. রিপন নিউজবাংলাকে জানিয়েছেন, কারিশমা এই বাসায় স্বামীর সঙ্গে থাকতেন। তাদের কোনো সন্তান নেই। কারিশমার স্বামীর একটা আইটি আউটসোর্সিং ফার্ম আছে। তিনিও সেখানে কাজ করতেন।
কারিশমা বাসার করিডোর থেকে লাফিয়ে পড়ে মারা গেছেন বলে দাবি করেন এই পুলিশ কর্মকর্তা।
এ বিষয়ে জানতে চাইলে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান বলেন, ‘তার মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। তদন্ত চলছে।’
তিনি জানান, এই ঘটনায় কারিশমার ভাই অপমৃত্যু (ইউডি) মামলা করেছেন। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।