কিশোর গ্যাং চান গ্রুপের সঙ্গে জড়িত থাকার অভিযোগে রাজধানীর মোহাম্মদপুর থেকে তিন কিশোরকে আটক করেছে র্যাব।
বৃহস্পতিবার দুপুরে মোহাম্মদপুর বেড়িবাঁধ শহীদ বুদ্ধিজীবী কবরস্থানের ভেতরে অভিযানে চালিয়ে তাদের আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-২-এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আবদুল্লাহ আল মামুন।
তিনি বলেন, ‘আটক কিশোররা চান গ্রুপের সক্রিয় সদস্য। গ্রুপের প্রধান চান জেলে থাকলেও তার নির্দেশনায় যাবতীয় ছিনতাই, চুরি, পাড়ায়-মহল্লায় মারামারিসহ নানা অপকর্ম করে বেড়াচ্ছে সদস্যরা।’
এএসপি জানান, চান গ্রুপের সদস্যরা রাস্তায় চলাচল করা মানুষকে দেশীয় অস্ত্র দিয়ে ভয় দেখিয়ে টাকা, স্বর্ণালংকার, মোবাইল ও মূল্যবান সামগ্রী কেড়ে নিয়ে পালিয়ে যায়।
আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান তিনি।