বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

আনসার আল ইসলামের সক্রিয় সদস্য সন্দেহে গ্রেপ্তার

  •    
  • ২৭ মে, ২০২১ ২০:০৭

নয়ন নিষিদ্ধ ঘোষিত উগ্র ইসলামী জঙ্গিবাদী বই ও প্রচারপত্র নিজের কাছে রাখতেন। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার-প্রচারণা চালিয়ে নতুন সদস্যদের দলভুক্ত করার বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছিলেন।

রাজধানীর এলিফেন্ট রোড থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সক্রিয় সদস্য সন্দেহে একজনকে উগ্রবাদী বই ও লিফলেটসহ গ্রেপ্তার করেছে র‍্যাব।

গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম নয়ন মাতবর। ২২ বছর বয়সি নয়নের বাড়ি শরীয়তপুর।

বুধবার রাত সোয়া ১১টার সময় তাকে গ্রেপ্তার করে র‍্যাব-২।

র‍্যাব-২-এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আবদুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-২-এর জঙ্গি প্রতিরোধ সেলের একটি আভিযানিক দল নিউমার্কেটের নিউ এলিফেন্ট রোডের গফুর ম্যানসনে অভিযান চালিয়ে নয়নকে গ্রেপ্তার করে।

এএসপি আবদুল্লাহ আল মামুন বলেন, নয়ন নিষিদ্ধ ঘোষিত উগ্র ইসলামী জঙ্গিবাদী বই ও প্রচারপত্র নিজের কাছে রাখতেন। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার-প্রচারণা চালিয়ে নতুন সদস্যদের দলভুক্ত করার বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। তার সঙ্গে থাকা উগ্র জঙ্গিবাদ বিষয়ক বই, লিফলেট থেকে জঙ্গিবাদের সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে।

গ্রেপ্তারকৃত নয়নের বিরুদ্ধে নিউমার্কেট থানায় মামলা হয়েছে বলে জানান র‍্যাবের এই কর্মকর্তা।

এ বিভাগের আরো খবর