বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বিমানের ‘নিয়োগ পরীক্ষা’ নিত চক্রটি

  •    
  • ২৭ মে, ২০২১ ১৪:৫৪

সিআইডির অতিরিক্ত ডিআইজি শেখ ওমর ফারুক বলেন, ‘শামীম নিজেকে বিমানের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবার কখনও এমডি দাবি করতেন। তিনি ও তার চক্র বিমানে চাকরি দেয়ার নাম করে অনেকের কাছ থেকে ১৩ থেকে ১৭ লাখ করে টাকা হাতিয়ে নিয়ে চাকরি না দিয়ে প্রতারণা করেন।’

বিমান বাংলাদেশের ভারপ্রাপ্ত চেয়ারম্যানসহ অন্যান্য শীর্ষ কর্মকর্তা পরিচয়ে চাকরি দেয়ার নামে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন চক্রটির মূল হোতা মো. শামীম।

বুধবার রাতে রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এ চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন মো. শামীম, তানজীলা, বজলু রশিদ ও শরিফুল ইসলাম।

বৃহস্পতিবার তাদের বিষয়ে সংবাদ সম্মেলন করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

সিআইডির অতিরিক্ত ডিআইজি শেখ ওমর ফারুক বলেন, ‘শামীম নিজেকে বিমানের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবার কখনও এমডি দাবি করতেন। তিনি ও তার চক্র বিমানে চাকরি দেয়ার নাম করে অনেকের কাছ থেকে ১৩ থেকে ১৭ লাখ করে টাকা হাতিয়ে নিয়ে চাকরি না দিয়ে প্রতারণা করেন।’

সিআইডি জানায়, চক্রের সদস্যরা বিমানের নিয়োগবিষয়ক সার্কুলার হওয়ার পর তাদের এলাকার লোকজনকে বিমানে চাকরি দিতে পারবে বলে প্রতিশ্রুতি দিত। তাদের কাছ থেকে টাকা হাতিয়ে নিত। বিশ্বাসযোগ্যতা অর্জনের জন্য তারা নিয়োগপ্রত্যাশীদের ভুয়া পরীক্ষা নিত। পরে তাদের সবাইকে ফেল করিয়ে দিত। পরবর্তী সময়ে টাকার বিনিময়ে ফেল করাদের নিয়োগের প্রতিশ্রুতি দিয়ে টাকা হাতিয়ে নিত চক্রটি।

বিমানের একটি বিভাগে সহকারী পরিচালকের পদে চাকরির জন্য শামীমকে ২০১৯ সালে সাড়ে ১৩ লাখ টাকা দিয়েছেন এক ব্যক্তি। তিনি প্রতারিত হলে এ বিষয়ে একটি মামলা করেন। সেই মামলায় আসামিদের গ্রেপ্তার দেখানো হয়েছে।

বিমানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান পরিচয় দেয়া মো. শামীম আগে একটি সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠানে চাকরি করতেন। সেই সূত্রে বিমানবন্দরের বিভিন্ন ব্যক্তির সঙ্গে পরিচয় ছিল তার। সেখান থেকেই প্রতারণার কৌশলগুলো জেনে চাকরি ছেড়ে চাকরি দেয়ার প্রতারণা শুরু করেন তিনি।

এ বিভাগের আরো খবর