রাজধানীর মেয়র হানিফ ফ্লাইওভারে সড়ক দুর্ঘটনায় টিপু সুলতান রনি নামে একজন নিহত হয়েছেন। তিনি ঢাকা কলেজের সমাজবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র ছিলেন।
বৃহস্পতিবার ভোর ৫টা ৪০ মিনিটে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় লোকজন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে এলে সকাল ৬টায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিক্যালের পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, টিপুর মরদেহ তার পরিবার নিয়ে গেছে। টিপুর বাবা ঢাকা মেডিক্যালের স্টাফ।
যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) চঞ্চল বিশ্বাস নিউজবাংলাকে জানান, টিপু দুই বন্ধুসহ মোটরবাইকে ছিলেন। তাদের বাইকের গতি বেশি থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে দুইজন রাস্তায় ছিটকে পড়ে। টিপু মোটরবাইকের সঙ্গে ছিলেন। পরে ফ্লাইওভারের গার্ডারে ধাক্কা খেয়ে গুরুতর আহত হন তিনি। এ অবস্থায় তাকে উদ্ধার করা হয়। তিনজনের কারও মাথাতে হেলমেট ছিল না।
টিপুর বন্ধু শুভ বিশ্বাস নিউজবাংলাকে বলেন, ‘টিপু বাবা-মায়ের একমাত্র সন্তান।এসএসসি ও এইসএসসিতে এ প্লাস পেয়ে ঢাকা কলেজে ভর্তি হয়। কিছুদিন আগে আমরা তৃতীয় বর্ষের ফাইনাল পরীক্ষা দিয়ে চতুর্থ বর্ষে উঠেছি। পড়াশোনার পাশাপাশি টিপু ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।’