দেশের আর্থসামাজিক ও রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সমমনাদের নিয়ে জাতীয় ঐকমত্যের সরকার গঠনের দাবি জানিয়েছেন বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) প্রেসিডেন্ট এস এম আবুল কালাম আজাদ।
সংগঠনের আয়োজনে রাজধানীর তোপখানায় কেন্দ্রীয় কার্যালয়ে বুধবার বিকেলে আলোচনা সভায় তিনি এ দাবি তুলে ধরেন।
সভায় করোনা মহামারি, তিস্তাসহ অভিন্ন নদীর পানিবণ্টন, গাজায় ইসরায়েলের বোমাবর্ষণ, রোহিঙ্গা ইস্যু, আকাশসীমা ইস্যু, হেফাজত কানেকশন ইস্যু ও অন্যান্য বিষয় নিয়ে আলোচনা হয়।
এতে সভাপতিত্ব করেন সংগঠনের প্রেসিডেন্ট ও সাবেক সংসদ সদস্য এস এম আবুল কালাম আজাদ।
এ সময় উপস্থিত ছিলেন বিএনএফের ভাইস চেয়ারম্যান মো. আতিকুর রহমান খান নাজিম, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মো. শফিউল্লাহ চৌধুরী, যুগ্ম মহাসচিব এস এম ইসলাম, শ্রমবিষয়ক সম্পাদক মো. সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম জেন্টু, সৈয়দ মাহবুব হাসান আজাদ শাওন ও খলিলুর রহমান খান, আইনবিষয়ক সম্পাদক সারোয়ার ই কায়নাত, যুববিষয়ক সম্পাদক রিয়াজুল আহসান রনি, ছাত্রবিষয়ক সম্পাদক সজীব কায়সার মিথুনসহ অনেকে।
এস এম আবুল কালাম আজাদ বলেন, ‘সময় থাকতে সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য প্রস্তাব করছি। হেফাজত-জামায়াত-বিএনপির ষড়যন্ত্র/চক্রান্ত নির্মূল করতে এর কোনো বিকল্প নেই।’
কোভিড-১৯ বিষয়ে তিনি বলেন, ‘আল্লাহর গজব থেকে পানা পাওয়ার জন্য মসজিদের ওপর থেকে নিয়ন্ত্রণ তুলে নেয়া দরকার। টিকা দেয়া নিশ্চিতে সরকারপ্রধানের ইচ্ছা থাকা সত্ত্বেও মন্ত্রী ও মন্ত্রণালয়ের গাফিলতির কারণে টিকার সংকট সৃষ্টি হয়েছে।’
তিনি বলেন, ‘সরকারের সঙ্গে ভারতের যে এমওইউ স্বাক্ষর হয়েছিল, সে অনুযায়ী অবিলম্বে পানিবণ্টন করতে হবে। প্রধানমন্ত্রী বলেছিলেন, ‘‘গঙ্গা বাঁধ নির্মাণ হবেই।’’ কিন্তু এখনও গঙ্গা বাঁধ হয়নি। এ জন্য বিএনএফকে দায়িত্ব দেয়া হলে বিএনএফ অভিন্ন নদীর পানিবণ্টন নিয়ে হাইকমিশন অফিস ঘেরাওসহ নানা কর্মসূচি পালন করত।’
বাংলাদেশের সমুদ্রসীমা ও ছিটমহল বিনিময় চিহ্নিত করা হলেও আকাশসীমা চিহ্নিত করা হয়নি উল্লেখ করে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী তিন মাস আগে ভার্চুয়াল মিটিংয়ে বলেছিলেন, আকাশসীমা চিহ্নিত করা প্রয়োজন।’
হেফাজতের কয়েকজন নেতাকে গ্রেপ্তার করা হলেও এরা নীরব নয়, এরা ধীরে ধীরে গতিশীল হচ্ছে মন্তব্য করে বিএনএফের প্রেসিডেন্ট বলেন, ‘সরকারের উচিত বিএনএফসহ সব দেশপ্রেমিক দলকে সঙ্গে নিয়ে হেফাজতসহ সব ষড়যন্ত্রকারীকে প্রতিরোধ করা।’
রোহিঙ্গা ইস্যু নিয়ে আন্তর্জাতিক মহলকে এগিয়ে আসতে হবে মন্তব্য করে তিনি বলেন, রোহিঙ্গারা তাদের মতো করে ফেরত যাবে, সেই দায়িত্ব সরকার নেবে না, সেটা আন্তর্জাতিক মহলকে নিতে হবে।
দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ফিলিস্তিন ও ইসরায়েল দুটি আলাদা স্বাধীন রাষ্ট্র গঠন করতে হবে, তাহলে ফিলিস্তিনের শান্তি ফিরে আসবে বলে মন্তব্য করেন বিএনএফ প্রেসিডেন্ট। বলেন, গত দশম সংসদে ফিলিস্তিনি মুসলিমদের জন্য আলাদা স্বাধীন রাষ্ট্রের একটা রেজল্যুশন পাস হয়েছিল।
কালোটাকা সাদা করতে দেয়া যাবে না, এটা দুর্নীতিকে উৎসাহিত করবে বলে মন্তব্য করেন তিনি। বলেন, জাতীয় প্রবৃদ্ধিতে কোনো অবদান রাখে না, বরং কালোটাকা সাদা হয়ে বিদেশে পাচার হয়ে যাচ্ছে। এ জন্য অবিলম্বে দুর্নীতি দমন মন্ত্রণালয় গঠন করা জরুরি।