রাজধানীর কদমতলী, যাত্রাবাড়ী ও লালবাগ এলাকা থেকে চার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব।
র্যাব-১০ এর একটি দল বুধবার দুপুরে কদমতলী থানাধীন দক্ষিণ মাতুয়াইল মেডিক্যাল রোড এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৩০০ ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার ৩০ বছর বয়সী মো. কামালের কাছ থেকে একটি মোবাইল ফোন ও নগদ ৮৩০ টাকা উদ্ধার করা হয়।
এদিন বিকেল ৪টার দিকে র্যাব-১০ এর আরেকটি দল যাত্রাবাড়ী থানাধীন সায়েদাবাদ হুজুর বাড়ি রোড এলাকায় অভিযান চালিয়ে আনুমানিক ১ লাখ ৪৮ হাজার টাকা মূল্যের ১৪৮ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারীকে গ্রেপ্তার করে।
তারা হলেন- সোহেল রানা (২১) ও শামীম হোসেন (২২)। এ সময় তাদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন ও নগদ ৯২০ টাকা উদ্ধার করা হয়।
আরেক অভিযানে বিকেল সাড়ে ৪টার দিকে র্যাব-১০ এর আরেকটি দল লালবাগ থানাধীন আমলিগোলা মক্কা হোটেলের গলি এলাকায় অভিযান চালিয়ে এক হাজার ২৪৭ ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার আতাউর রহমানের বয়স ৩৮ বছর। তার কাছ থেকে তিনটি মোবাইল ফোন ও নগদ আট হাজার ১৫০ টাকা উদ্ধার করা হয়েছে।
র্যাব-১০ এর কোম্পানি কমান্ডার মাসুদুর রহমান জানান, গ্রেপ্তারকৃতরা পেশাদার মাদক কারবারি। তারা বেশ কিছু দিন ধরে ঢাকাসহ আশপাশের এলাকায় ফেনসিডিল ও ইয়াবারসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল।
তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক মামলা করা হয়েছে বলেও জানান তিনি।