বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত তিন আসামির আত্মসমর্পণের নির্দেশ

  •    
  • ২৫ মে, ২০২১ ১৯:৩০

ফরিদপুরের নগরকান্দার মেঘারকান্দি গ্রামের কার্তিক সিকদারকে পিটিয়ে হত্যার অভিযোগে তার স্ত্রী ২০০৭ সালের ১৩ মার্চ চর যশোরদী ইউনিয়নের তৎকালীন যুবদলের সাংগঠনিক সম্পাদক সিরাজ মোল্লা ও তার সহযোগীদের বিরুদ্ধে মামলা করেন। এ মামলায় ২০১৯ সালের ২২ জুলাই নিম্ন আদালতে সিরাজ মোল্লাসহ ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়। এ মামলার তিন আসামিকে গত ১০ ফেব্রুয়ারি হাইকোর্ট তাদের জামিন দেয়। তারা আত্মগোপনে চলে গেছেন।

ফরিদপুরের কার্তিক সিকদার হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত তিন আসামিকে দুই সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে আপিল বিভাগ। তিন আসামি হলেন ইমারত মোল্লা, কালাম মোল্লা ও সিদ্দিক মোল্লা।

রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগ এ আদেশ দেয়।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিত দেবনাথ।

মামলার আরজি থেকে জানা গেছে, ফরিদপুরের নগরকান্দার চর যশোরদী ইউনিয়নের তৎকালীন যুবদলের সাংগঠনিক সম্পাদক সিরাজ মোল্লা মেঘারকান্দি গ্রামের কার্তিক সিকদারের এক অপ্রাপ্ত বয়স্ক মেয়েকে অপহরণ ও জোর করে ধর্মান্তরিত করে বিয়ে করেন সিরাজ মোল্লা। পরে ২০০৬ সালের ১ জুন রাতে সিরাজ মোল্লা ও তার সহযোগীরা কার্তিক সিকদারকে ধরে নিয়ে অমানুষিক নির্যাতন করে ফেলে রেখে যান।

আহত কার্তিককে চিকিৎসার জন্য হাসপাতালে যেতেও বাধা দেয়া হয়। পরদিন ২ জুন হাসপাতালে নেয়ার পথে কার্তিক সিকদার মারা যান। এরপর তার মরদেহ পোড়াতে না দিয়ে মাটিচাপা দিয়ে রাখা হয়। এ ঘটনায় ২০০৭ সালের ১৩ মার্চ কার্তিক সিকদারের স্ত্রী মিলনী সিকদার আদালতে সিরাজ মোল্লা ও তার সহযোগীদের বিরুদ্ধে মামলা করেন।

এ মামলায় ২০১৯ সালের ২২ জুলাই নিম্ন আদালতে সিরাজ মোল্লাসহ ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়। রায়ের পর আসামিদের কারাগারে পাঠানো হয়। এ অবস্থায় ইমারত মোল্লা, কালাম মোল্লা ও সিদ্দিক মোল্লা হাইকোর্টে জামিন আবেদন করলে গত ১০ ফেব্রুয়ারি হাইকোর্ট তাদের জামিন দেয়। এরপর তারা কারাগার থেকে মুক্তি পান। এ অবস্থায় তাদের জামিন স্থগিত ও গ্রেপ্তারের নির্দেশনা চেয়ে আপিল করে রাষ্ট্রপক্ষ। ওই আবেদনের শুনানি নিয়ে আপিল বিভাগ আজ আদেশ দেয়।

এ বিভাগের আরো খবর