ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে এডিস মশার লার্ভা নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন মামলায় এক লাখ ৪১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
সোমবার করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ এম ইরফান উদ্দিন আহমেদ ও তানজিলা কবির ত্রপার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযান দুইটি পরিচালনা করা হয়।
অভিযানে নির্মাণাধীন ভবনে এডিস মশার লার্ভা পাওয়ায় এবং একটি বাসাবাড়িতে এডিস মশার প্রজনন উপযোগী পরিবেশ থাকায় তিন মামলায় মোট এক লাখ ৪১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ ইরফান উদ্দিন আহমেদ সোমবার আরমানিটোলার আবুল খয়রাত রোডে অভিযান চালান।
অভিযানে আদালত ৪১টি স্থাপনা পরিদর্শন করে। একটি নির্মাণাধীন ভবনে এডিসের লার্ভা পাওয়ায় এবং একটি বাসাবাড়িতে পানি জমে থাকার ফলে এডিস মশার প্রজনন উপযোগী পরিবেশ বিরাজ করায় দুইটি মামলা এবং এক লাখ ১১ হাজার টাকা জরিমানা আদায় করেন।
এদিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিলা কবির ত্রপার নেতৃত্বাধীন আদালত ২৬ নম্বর ওয়ার্ডে ২০টি স্থাপনা পরিদর্শন করে। অভিযানে একটি নির্মাণাধীন ভবনে এডিস মশার লার্ভা পাওয়ায় একটি মামলা ও ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ ইরফান উদ্দিন আহমেদ অভিযান, মামলা ও জরিমানা করার বিষয়টি নিশ্চিত করেছেন।