বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বকেয়া গৃহকর পরিশোধে জরিমানা নেবে না ঢাকা উত্তর

  •    
  • ২৪ মে, ২০২১ ১৯:৫১

‘করোনাভাইরাস প্রাদুর্ভাব বিবেচনা করে ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন এলাকায় সম্মানিত করদাতাদের হোল্ডিং কর প্রদানের সুবিধার্থে সমুদয় বকেয়া হোল্ডিং করসহ হালসনের অর্থাৎ ২০২০-২১ অর্থবছরের চার কিস্তি ৩০ জুনের মধ্যে একত্রে পরিশোধ করলে বকেয়া হোল্ডিং করের উপর আরোপিত ১৫ শতাংশ সারচার্জ মওকুফ করা হবে।’

করোনা প্রাদুর্ভাবের কারণে রাজধানীর বাড়ির মালিকরা বকেয়া কর পরিশোধের ক্ষেত্রে জরিমানা থেকে ছাড় পাচ্ছেন। ঢাকা উত্তর সিটি করপোরেশন জানিয়েছে, সময়মতো কর পরিশোধ না করলে যে ১৫ শতাংশ জরিমানা বা সারচার্জ দিতে হয়, সেটি তারা নেবে না এবার।

সোমবার দুপুরে উত্তর সিটির নগর ভবনে রাজস্ব আদায়সংক্রান্ত এক আলোচনায় এ ঘোষণা দেন মেয়র আতিকুল ইসলাম।

জরিমানা পরিশোধের পাশাপাশি বকেয়া কর পরিশোধ করারও অনুরোধ করেছেন তিনি।

মেয়র বলেন, ‘করোনাভাইরাস প্রাদুর্ভাব বিবেচনা করে ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন এলাকায় সম্মানিত করদাতাদের হোল্ডিং কর প্রদানের সুবিধার্থে সমুদয় বকেয়া হোল্ডিং করসহ হালসনের অর্থাৎ ২০২০-২১ অর্থবছরের চার কিস্তি ৩০ জুনের মধ্যে একত্রে পরিশোধ করলে বকেয়া হোল্ডিং করের উপর আরোপিত ১৫ শতাংশ সারচার্জ মওকুফ করা হবে।’

মেয়র আতিক জানান, হোল্ডিং কর আদায়ের সুবিধায় রাজস্ব বিভাগের আঞ্চলিক কার্যালয়সমূহ সরকারি ছুটির দিন শনিবার খোলা থাকবে।

এ বিভাগের আরো খবর