মনির হোসেন কাসেমী হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির কেন্দ্রীয় অর্থ সম্পাদক। তিনি জমিয়তে উলামায়ে ইসলাম ও মুহতারিম জামিয়া মাদানিয়া বারিধারা মাদ্রাসার যুগ্ম মহাসচিব।
রাজধানীর বারিধারা থেকে হেফাজত নেতা মুফতি মনির হোসেন কাসেমীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। ডিবি গুলশান বিভাগের উপকমিশনার (ডিসি) মশিউর রহমান নিউজবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
মনির হোসেন কাসেমী হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির কেন্দ্রীয় অর্থ সম্পাদক। তিনি জমিয়তে উলামায়ে ইসলাম ও মুহতারিম জামিয়া মাদানিয়া বারিধারা মাদ্রাসার যুগ্ম মহাসচিব।
২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে সহিংসতা এবং গত ৩ এপ্রিল হেফাজত নেতা মামুনুল হকের রিসোর্টকাণ্ডের ঘটনায় সেখানে হামলা, ভাঙচুর ও মহাসড়কে নাশকতায় তার নাম ওতপ্রোতভাবে জড়িত।