পোশাক কারখানায় তালা মারা ও কর্মী ছাঁটাইয়ের নোটিশ দেখে রাজধানীর কুড়িল চৌরাস্তা অবরোধ করে প্রতিবাদ জানিয়েছেন শ্রমিকরা।
জোয়ার সাহারা এলাকার ক্ল্যাসিক গার্মেন্টস নামের কারখানার শ্রমিকরা শুক্রবার সকাল ৯টার দিকে চৌরাস্তা অবরোধ করেন।
পরে চাকরিতে পুনর্বহালে স্থানীয় ওয়ার্ড কমিশনারের আশ্বাসে তারা সড়ক ছাড়েন।
ওই কারখানার এক শ্রমিক নিউজবাংলাকে জানান, ঈদের পর প্রথম দিন অফিসে এসে তারা দেখেন, ১৫ জনের চাকরিচ্যুতির নোটিশ ঝোলানো হয়েছে। অফিসে তালা মারা।
তিনি বলেন, এটা মানবিক দিক হতে পারে না। করোনাভাইরাসে এ ধরনের আচরণ মোটেও শোভনীয় নয়।
ওই শ্রমিক বলেন, ‘যতক্ষণ পর্যন্ত আমাদের ১৫ জন শ্রমিককে পুনর্বহাল না করা হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। এটাই আমাদের দাবি।’
কমিশনারের আশ্বাস
শ্রমিকদের সড়ক অবরোধের খবর শুনে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ১৭ নম্বর ওয়ার্ড কমিশনার হাজি মোহাম্মদ ইসহাক মিয়া ঘটনাস্থলে যান। তিনি বিক্ষুব্ধ শ্রমিকদের আশ্বাস দেন, ছাঁটাই হওয়াদের পুনর্বহালের জন্য ক্ল্যাসিকের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে কথা বলবেন। পরে ভাটারা থানার পুলিশ সদস্যরাও শ্রমিকদের বোঝান। এরপরই শ্রমিকরা রাস্তা ছাড়েন।