গাজায় ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি আগ্রাসনের ফলে সৃষ্ট সংকটময় পরিস্থিতিতে অন্যান্য দেশের মতো বাংলাদেশও ফিলিস্তিনের পাশে দাঁড়িয়েছে। এই পরিপ্রেক্ষিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সাধারণ শিক্ষার্থীরা ফিলিস্তিন দূতাবাসে প্রয়োজনীয় ওষুধ পৌঁছে দেন।
বৃহস্পতিবার ঢাকায় ফিলিস্তিন দূতাবাস ও বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূতের হাতে জরুরি ওষুধ তুলে দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
এর আগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ‘ফিলিস্তিনের জন্য জবিয়ানদের উপহার’ শিরোনামে বিভিন্ন গ্রুপে পোস্ট দিয়ে ফান্ড তৈরি করে এবং সেই ফান্ডের অর্থ দিয়ে প্রয়োজনীয় ওষুধ কিনে ফিলিস্তিন দূতাবাসে নিযুক্ত রাষ্ট্রদূতের হাতে তুলে দিয়েছেন।
উপস্থিত এক শিক্ষার্থী বলেন, ‘গত সপ্তাহে ফিলিস্তিনজুড়ে বিশেষ করে গাজাতে ইসরায়েলের আগ্রাসন পুরো বিশ্ব দেখেছে। আগ্রাসনে এখন পুরোপুরি বিপর্যস্ত গাজা উপত্যকা। নিহতের সংখ্যা দুই শতাধিক। আহতদের চিকিৎসায় প্রয়োজন প্রচুর মেডিসিনের। যার জন্য সাহায্যের আবেদন জানিয়েছে ঢাকায় ফিলিস্তিন দূতাবাস। তাদের আহবানে সাড়া দিয়ে আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষ থেকে তাদের কাছে সাধ্যমতো কিছু মেডিসিন পৌঁছে দিচ্ছি।’
এর আগে ১৭ মে ফিলিস্তিন দূতাবাস তাদের ওয়েবসাইটে অনুদান আহবান সংক্রান্ত একটি বার্তা দেয় এবং ১৮ মে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বিভাগ নগদ অর্থ সহায়তা দেয়।