রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ডাকঘরের মালামাল স্ক্রিনিংয়ের সময় দুই হাজারেরও বেশি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বিমানবন্দর নিরাপত্তা বাহিনী অ্যাভসেক।
এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে।
বিমানবন্দরের আট নম্বর গেটে (হ্যাঙ্গার গেট) বুধবার সকাল ৭টার দিকে ট্যাবলেট উদ্ধার ও আটকের ঘটনা ঘটে।
শাহজালাল বিমানবন্দরের পরিচালক তৌহিদ উল আহসান সাংবাদিকদের বলেন, ‘সকালে হ্যাংগার গেটে পোস্ট অফিসের মালামাল স্ক্যানিংকালে অ্যাভসেক স্ক্যানার এ এস জি সুলতান মাহমুদ ব্যাগের ভিতর ইয়াবা সদৃশ বস্তু শনাক্ত করেন এবং দায়িত্বরত অ্যাভসেক সিকিউরিটি ম্যানেজারকে অবহিত করেন।
‘এরপর ঘটনাস্থলে দুই হাজার ৩৫৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ সময় ডাক বিভাগের মালামাল বহনকারী চার কর্মচারীকেও আটক করা হয়।’
তৌহিদ আরও জানান, আটক ব্যক্তিদের পাশাপাশি ইয়াবা ট্যাবলেটগুলো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে।