বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ডাকের চালানে ইয়াবা, আটক ৪

  •    
  • ১৯ মে, ২০২১ ১১:৫৩

আটক ব্যক্তিদের পাশাপাশি ইয়াবা ট্যাবলেটগুলো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে।

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ডাকঘরের মালামাল স্ক্রিনিংয়ের সময় দুই হাজারেরও বেশি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বিমানবন্দর নিরাপত্তা বাহিনী অ্যাভসেক।

এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে।

বিমানবন্দরের আট নম্বর গেটে (হ্যাঙ্গার গেট) বুধবার সকাল ৭টার দিকে ট্যাবলেট উদ্ধার ও আটকের ঘটনা ঘটে।

শাহজালাল বিমানবন্দরের পরিচালক তৌহিদ উল আহসান সাংবাদিকদের বলেন, ‘সকালে হ্যাংগার গেটে পোস্ট অফিসের মালামাল স্ক্যানিংকালে অ্যাভসেক স্ক্যানার এ এস জি সুলতান মাহমুদ ব্যাগের ভিতর ইয়াবা সদৃশ বস্তু শনাক্ত করেন এবং দায়িত্বরত অ্যাভসেক সিকিউরিটি ম্যানেজারকে অবহিত করেন।

‘এরপর ঘটনাস্থলে দুই হাজার ৩৫৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ সময় ডাক বিভাগের মালামাল বহনকারী চার কর্মচারীকেও আটক করা হয়।’

তৌহিদ আরও জানান, আটক ব্যক্তিদের পাশাপাশি ইয়াবা ট্যাবলেটগুলো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ বিভাগের আরো খবর