বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

দম্পতি পরিচয়ে বাসা ভাড়ার পর নারী খুন

  •    
  • ১৭ মে, ২০২১ ০২:০৯

পুলিশ বলছে, ওই নারীর গ্রামের বাড়ি কুমিল্লায়। তিনি ও অজ্ঞাতপরিচয় এক পুরুষ রোববারই স্বামী-স্ত্রী পরিচয়ে কক্ষটি ভাড়া নিয়েছিলেন। তারা কক্ষে ওঠার দেড় ঘণ্টা পর তার মরদেহ দেখতে পান বাড়িওয়ালা।

রাজধানীর মহাখালীর সাততলা বস্তির একটি টিনশেড বাসার দোতালার এক কক্ষ থেকে এক নারীর রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে।

পুলিশ বলছে, মনোয়ারা বেগম নামের ওই নারীর গ্রামের বাড়ি কুমিল্লা হোমনার গামুটিয়ায়। তিনি ও অজ্ঞাতপরিচয় এক পুরুষ রোববারই স্বামী-স্ত্রী পরিচয়ে কক্ষটি ভাড়া নিয়েছিলেন। তারা কক্ষে ওঠার দেড় ঘণ্টা পর তার মরদেহ দেখতে পান বাড়িওয়ালা। পরে মরদেহ উদ্ধার করে পুলিশ।

মনোয়ারার স্বামী মৃত। ঢাকার কড়াইল বস্তিতে তিন নাতিকে নিয়ে থাকতেন তিনি। তাদের তিনজনের বয়স ৭ থেকে ১২ বছর। তারা পুলিশ হেফাজতে আছে।

বনানী থানা পুলিশ রোববার বেলা ২টার দিকে ৪৪ বছর বয়সী এই নারীর মরদেহ উদ্ধার করে বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম।

নিউজবাংলাকে তিনি বলেন, ‘আমরা জানতে পেরেছি বেলা ১১টার দিকে একজন অজ্ঞাতপরিচয় পুরুষ ও ওই নারী স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে টিনশেড দোতালার একটি রুম ভাড়া নিয়ে বাসায় ওঠেন। তখন তারা কোনো মালামাল আনেননি। উত্তরায় তাদের বাসা আছে। সেখান থেকে কিছুক্ষণ পর মালামাল নিয়ে আসবেন- এ কথার ভিত্তিতে বাড়ির মালিক তাদের বাসা ভাড়া দেন।’

ওসি নূরে আজম বলেন, ‘কক্ষে ওঠার প্রায় আধা ঘণ্টা পর পুরুষ লোকটা বাড়ির মালিককে তার বাসার মালামাল নিয়ে আসার জন্য উত্তরা যাচ্ছি বলে বের হয়ে যান। ওই নারী ঘরের ভিতরেই থাকেন। বাসার মালিক দুপুর ১টার দিকে ওই কক্ষের দরজায় নক করেন। সাড়া না পেয়ে দরজা ধাক্কা দিয়ে খুলে ভেতরে ঢুকে দেখেন- মেঝেতে শুয়ে আছেন মনোয়ারা। তার মুখ থেকে রক্ত বেরুচ্ছে। তখন বাড়িওয়ালা চিৎকার করে আশপাশের লোকজনকে ডাকেন।’

তিনি বলেন, ‘লোকজন ছুটে এসে দেখেন তিনি মারা গেছেন। এরপর স্থানীয় লোকজন থানায় ফোন করেন। পরে মরদেহ উদ্ধার করে আঙুলের ছাপ নিয়ে পরিচয় জানতে পারি।’

মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

তিনি আরও জানান, মনোয়ারার মেয়ে সিলেটে থাকেন। তাকে জানানো হয়েছে।

এ বিভাগের আরো খবর