সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির সময় রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকা থেকে একজনকে গ্রেপ্তার করেছে র্যাব-২-এর একটি দল।
তার নাম মেহেদী হাসান। শনিবার রাত সাড়ে ১১টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। রোববার বিষয়টি জানায় বাহিনীটি।
র্যাব-২-এর সহকারী পরিচালক ফজলুল হক জানান, মেহেদী হাসান একটি সাপ্তাহিক পত্রিকায় শিক্ষানবিশ হিসেবে কার্ড নিয়েছিলেন। কিন্তু ওই পত্রিকায় আর কাজ করেননি।
তিনি বলেন, ‘তার কাজ ছিল সাংবাদিক কার্ডটি ব্যবহার করে চাঁদাবাজি করা। অসংখ্য মানুষের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তার বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় মামলা করা হয়েছে।’
মেহেদীকে আটকের পর ওই সাপ্তাহিকের সম্পাদকের সঙ্গে কথা বলেন র্যাব কর্মকর্তারা। তিনি র্যাবকে জানান, এই নামে কেউ তার পত্রিকায় কাজ করেন না। তবে কয়েক বছর আগে শিক্ষানবিশ হিসেবে কাজ শুরু করেছিলেন। এরপর আর আসেননি।