রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারের সংলগ্ন এলাকায় যে যুবলীগ নেতাকে গুলি করা হয়েছে, তার বিরুদ্ধেও আছে হত্যা মামলা। তার স্ত্রী এই ঘটনায় যাদের নাম বলেছেন, তাদের একজনের ভাই খুন হয়েছিলেন। আর ওই ঘটনাতেই আসামি করা হয় আহত যুবলীগ নেতাকে।
বুকে ও পেটে তিনটি গুলি নিয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি আছেন তিনি ঢাকা মহানগর দক্ষিণের ২ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম।
তাকে কে গুলি করেছে, সেই বিষয়টি এখনও জানাতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।
তবে ধারণা করা হচ্ছে, এক বছর আগের সেই হত্যার প্রতিশোধ নিতে যুবলীগ নেতাকে গুলি করা হয়ে থাকতে পারে।
তার স্ত্রী জানিয়েছেন, মোটর সাইকেলে করে এসে তার স্বামীকে গুলি করে পালিয়ে গেছে কয়েকজন। চিকিৎসকরা তাকে জানিয়েছেন, অবস্থা সংকটাপন্ন, অপারেশন করতে হবে।
শনিবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে অতীশ দীপঙ্কর সড়কে চায়না পার্ক রেস্টুরেন্টের পাশে এ ঘটনা ঘটে।
ঢাকা মহানগর পুলিশের সবুজবাগ জোনের অতিরিক্ত উপ কমিশনার (এডিসি) আক্তারুল ইসলাম নিউজবাংলাকে বলেন, ‘কীভাবে গুলিবিদ্ধ হয়েছেন, কারা করেছে তা এখনও জানা যায়নি। আমাদের কর্মকর্তারা ঘটনাস্থলে রয়েছেন।’
যা বললেন স্ত্রী
আহত যুবলীগ নেতা সাইফুলের স্ত্রী সুমি জানান, কয়েকজন মোটর সাইকেলে করে এসে গুলি করেছে। তিনি তাদের কয়েকজনের নামও জানান।
তিনি বলেন, ‘দোকানে বসা ছিল। একজন প্রথমে এসে আমার স্বামীর সঙ্গে কথা বলে যায়। এরপর লোকজন নিয়ে এসে কয়েকজন মিলে গুলি করে। তখন সেখানে ১০ থেকে ১৫ জনের মতো লোক ছিল।’
তার দাবি, সাইফুলকে গুলি করার সময় সুমন, রিপন, ইমন, কচি, রাসেলসহ ১০-১৫ জন ছিল।
যারা গুলি করেছে, তাদের সঙ্গে সাইফুলের আগে থেকে বিরোধ ছিল বলেও জানান সুমি।
কী নিয়ে বিরোধ?- জানতে চাইলে তিনি বলেন, ‘মামলা সংক্রান্ত একটি ঝামেলা ছিল। এলাকায় একটা মার্ডার হয়েছিল। …রিপনেরই এক ছোট ভাই সন্ত্রাসী। ও মারা গেছে বছর খানেক আগে। তাকে দিয়ে কাজ কাম করাত।… কনস্ট্রাকশনের ঘটনা নিয়ে বিবাদ একটা।’
‘সাইফুলের বিরুদ্ধে একটি হত্যা মামলা আছে। এটি নিয়েই রিপনের সঙ্গে বিরোধ ছিল। এছাড়া কনস্ট্রাকশনের কাজ নিয়েও সমস্যা ছিল।’
হত্যা মামলাটি মিথ্যা বলেও দাবি সুমির।
ঢাকা মহানগর পুলিশের সবুজবাগ জোনের সহকারী কমিশনার রাশেদ হাসানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সুমনের বিরুদ্ধে করা হত্যা মামলার বিষয়ে বিস্তারিত জানাতে পারেননি।
তবে তিনি বলেন, রিপনের ছোট ভাই খুন হয়েছিল। আর আর সে মামলার আসামি ছিলেন গুলিবিদ্ধ সাইফুল।