বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

হজে নিবন্ধনের দ্বিতীয় ও শেষ ধাপের প্রক্রিয়া শুরু

  •    
  • ২৬ জুন, ২০২১ ১১:৪৯

সৌদি আরবে বসবাসরত প্রায় সাড়ে পাঁচ লাখ হজযাত্রী বৃহস্পতিবার পর্যন্ত আবেদন করেছেন। এদের মধ্য থেকে সৌদি নাগরিক, অভিবাসীসহ ৬০ হাজার মানুষ পাবেন জুলাই মাসে হজে যাওয়ার চূড়ান্ত অনুমোদন।

চলতি বছর পবিত্র হজ পালনে নিবন্ধনের দ্বিতীয় ও শেষ ধাপের প্রক্রিয়া শুরু হয়েছে সৌদি আরবে। এ পর্যায়ে নিবন্ধন হবে ইলেকট্রনিক পদ্ধতিতে।

দেশটির হজ ও উমরাহবিষয়ক মন্ত্রণালয় শুক্রবার নিশ্চিত করে এ তথ্য।

সৌদি গেজেটের প্রতিবেদনে জানানো হয়, আগামী ৯ জুলাই স্থানীয় সময় রাত ১০টা পর্যন্ত নিবন্ধন করা যাবে। শর্ত পূরণ ও স্থান সংকুলান সাপেক্ষে চূড়ান্ত বাছাইপ্রক্রিয়ার মাধ্যমে হজের অনুমতি দেয়া হবে মুসল্লিদের।

প্রাথমিকভাবে বাছাই হওয়া হজযাত্রীদের দ্বিতীয় দফায় নিবন্ধনের জন্য মোবাইল ফোনে বার্তা পাঠিয়েছে কর্তৃপক্ষ। বাছাইকৃতরা ইলেকট্রনিক পোর্টালে তাদের ব্যক্তিগত তথ্য নিশ্চিত করবেন এবং সৌদি সরকারের যাবতীয় শর্ত মানবেন কি না, তা জানাবেন।

সবশেষে সাদাদ ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেমের মাধ্যমে হজের খরচ পরিশোধ করবেন তারা। এরপরই পাবেন অনুমতিপত্র।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, সৌদি আরবে বসবাসরত প্রায় সাড়ে পাঁচ লাখ ব্যক্তি বৃহস্পতিবার পর্যন্ত আবেদন করেছেন।

এদের মধ্য থেকে সৌদি নাগরিক, অভিবাসীসহ ৬০ হাজার মানুষ পাবেন জুলাই মাসে হজে যাওয়ার চূড়ান্ত অনুমোদন।

আবেদনকারীদের ৫৯ শতাংশ পুরুষ ও ৪১ শতাংশ নারী।

আবেদনকারীদের ৩৮ শতাংশের বয়স ৩১ থেকে ৪০ বছরের মধ্যে। ষাটোর্ধ্বের হার ২ শতাংশেরও কম।

করোনাভাইরাস মহামারিকালীন বিভিন্ন বিধিনিষেধের মধ্যে চলতি বছর হজে অংশ নেয়ার বয়সসীমা নির্ধারণ করা হয়েছে ১৮ থেকে ৬৫ বছর পর্যন্ত।

এ বিভাগের আরো খবর