বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

১৮ মাস পর বিদেশিদের ওমরাহর পথ খুলছে সৌদি

  •    
  • ৮ আগস্ট, ২০২১ ১৪:০১

ওমরাহর আবেদনের সঙ্গে টিকা সনদ যুক্ত করা বাধ্যতামূলক। মহামারির কারণে যেসব দেশ থেকে সৌদি আরবে প্রবেশ নিষিদ্ধ রয়েছে, সেসব দেশের টিকা নেয়া ব্যক্তিরাও ওমরাহর আবেদন করতে পারবেন।

প্রায় দেড় বছর পর অন্য দেশের মুসলিমদের ওমরাহ পালনের পথ খুলে দিচ্ছে সৌদি আরব। সোমবার থেকে ওমরাহর জন্য আবেদন করতে পারবেন বিভিন্ন দেশের আগ্রহী মুসল্লিরা।

আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়, চলমান মহামারির কারণে ওমরাহযাত্রীদের জন্য করোনাভাইরাস প্রতিরোধী টিকা নেয়া বাধ্যতামূলক করেছে রিয়াদ। টিকা সনদ না থাকলে আবেদনই করা যাবে না।

ওমরাহর আবেদনের সঙ্গে টিকা সনদ যুক্ত করতে হবে।

করোনা বৈশ্বিক মহামারির রূপ নেয়ার পর থেকে ছোঁয়াচে ভাইরাসটির বিস্তার ঠেকাতে সীমান্ত বন্ধ রেখেছিল সৌদি সরকার।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি রোববার সকালে জানায়, সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করে ওমরাহ পালনে আপাতত প্রতি মাসে ৬০ হাজার আবেদন গ্রহণ করবে রিয়াদ। তবে ধাপে ধাপে এ সংখ্যা বাড়িয়ে ২০ লাখে নেয়া হবে।

মহামারির কারণে যেসব দেশ থেকে সৌদি আরবে প্রবেশ নিষিদ্ধ রয়েছে, সেসব দেশের টিকা নেয়া ব্যক্তিরাও ওমরাহর আবেদন করতে পারবেন, কিন্তু টিকা নেয়া থাকলেও সৌদি আরবে প্রবেশের পর তাদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে।

ইসলাম ধর্মে উল্লেখিত পবিত্র দুই নগরী মক্কা ও মদিনায় ওমরাহর ধর্মীয় আচার পালন করেন মুসল্লিরা। মুসলিমদের সর্ববৃহৎ বার্ষিক মিলনমেলা হজের আনুষ্ঠানিকতার চেয়ে কিছুটা ভিন্ন ওমরাহ বছরের যেকোনো সময় পালন করা যায়।

মহামারির কারণে গত দেড় বছর ধরে বিঘ্নিত হজ ও ওমরাহ। সৌদি আরবের আয়ের অন্যতম উৎস মুসলিমদের এ দুটি উপলক্ষ।

স্বাভাবিক সময়ে হজ ও ওমরাহ থেকে বছরে ১ হাজার ২০০ কোটি ডলার রাজস্ব পেত সৌদি।

গত বছর মহামারি শুরুর পর ওমরাহ পালন স্থগিত করে সৌদি সরকার। পরে অক্টোবরে সৌদি আরবে অবস্থানরত টিকা নেয়া মুসল্লিদের ওমরাহ পালনের অনুমতি দেয়া হয়।

চলতি বছরের জুলাইয়ে আর গত বছরের আগস্টে সীমিত পরিসরে হজ পালনেরও অনুমতি পেয়েছিল শুধু সৌদি আরবের নাগরিক ও দেশটিতে বসবাসরত অভিবাসীরা। ইতিহাসের সর্বনিম্ন মুসল্লির অংশগ্রহণে হয় দুই বছরের হজ।

গত বছর ১০ হাজার এবং এ বছর ৬০ হাজার মুসল্লি হজে অংশ নেন, যেখানে স্বাভাবিক সময়ে প্রতি বছর হজে যান দেশ-বিদেশের ২০ লাখের বেশি মুসলিম।

মহামারির আগে ২০১৯ সালে হজ করেছেন রেকর্ড ২৫ লাখ মুসল্লি।

সৌদি আরবে এ পর্যন্ত করোনায় প্রাণহানি প্রায় সাড়ে আট হাজার। দেশটিতে করোনা শনাক্ত হয়েছে সাড়ে পাঁচ লাখের কাছাকাছি মানুষের দেহে।

এ বিভাগের আরো খবর