এক দিন পরই দেশ-বিদেশের পর্যটকদের জন্য উন্মুক্ত হবে সৌদি আরবের দুয়ার।
১ আগস্ট, রোববার থেকে কোয়ারেন্টিনের শর্ত ছাড়াই বিদেশি নাগরিকদের স্বাগত জানাবে রিয়াদ।
তবে এ জন্য করোনাভাইরাস প্রতিরোধী টিকার দুই ডোজই নিতে হবে পর্যটকদের।
আরব নিউজের শুক্রবারের প্রতিবেদনে বলা হয়, কোয়ারেন্টিনবিহীন ভ্রমণের জন্য সৌদি আরবে প্রবেশের আগে করোনা টিকার সনদ দেখাতে হবে পর্যটকদের। তাদের নিতে হবে ফাইজার-বায়োএনটেক, মডার্না অথবা অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনা প্রতিরোধী টিকার দুই ডোজ।
সৌদি পর্যটন মন্ত্রণালয় বৃহস্পতিবার এক বিবৃতিতে জানায়, রিয়াদের নতুন ইলেকট্রনিক পোর্টালে নিবন্ধনের মাধ্যমে ডোজ সংক্রান্ত তথ্য দিতে হবে পর্যটকদের।
একই সঙ্গে ‘তাওয়াক্কালনা’ অ্যাপেও এসব তথ্যের রেকর্ড রাখা হবে। যেকোনো জায়গা দর্শন বা ভ্রমণের আগে অ্যাপটিতে নিজেদের তথ্য দেখিয়ে প্রবেশ করতে পারবেন তারা।
আর সৌদি আরবে যাওয়ার উদ্দেশ্য যদি হয় বেড়ানো, তাহলে ট্যুরিস্ট ভিসা পেতে ভিজিট সৌদি ডটকমে আবেদন করতে হবে।
এসব শর্ত পূরণ করতে পারলে ১ আগস্ট থেকে সৌদি আরবে ঢোকার অনুমতি পাবে যেকোনো দেশের নাগরিক।
সৌদি আরবের পর্যটনমন্ত্রী আহমেদ আল-খতিব বলেন, ‘করোনাভাইরাস মহামারির কারণে দীর্ঘদিন পর্যটকদের আনাগোনা বন্ধ ছিল। তবে খুব শিগগিরই আবার তাদের অভ্যর্থনা জানাব আমরা।’
বিদেশি পর্যটকদের জন্য ২০১৯ সালের সেপ্টেম্বরে প্রথম নিজেদের দরজা খুলে দেয় সৌদি আরব। এরপর প্রথম ছয় মাসে দেশটি প্রায় চার লাখ মানুষকে ভিসা দেয়।
এরপরই মহামারির কারণে ভ্রমণ নিষিদ্ধের পাশাপাশি সব সীমান্ত আর বন্দর বন্ধ করে দেয় রিয়াদ।