বোরো মৌসুমের ধান-চাল সংগ্রহের সময়সীমা আরও ১৫ দিন বাড়িয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ধান-চাল সংগ্রহ চলবে ৩১ আগস্ট পর্যন্ত।
খাদ্য মন্ত্রণালয় থেকে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালকের কাছে পাঠানো এক চিঠিতে এ সিদ্ধান্ত জানানো হয়। বৃহস্পতিবার চিঠিটি পাঠানো হলেও গণমাধ্যমের কাছে এসেছে শনিবার।
মন্ত্রণালয়ের সিনিয়র সহকারি সচিব শারমিন ইয়াসমিনের সই করা চিঠিতে বলা হয়, অভ্যন্তরীণ বোরো সংগ্রহ-২০২১ মৌসুমে দেশে খাদ্য নিরাপত্তার মজুত গড়ে তোলার লক্ষ্যে বোরো ধান, সিদ্ধ চাল ও আতপ চাল সংগ্রহ করার জন্য সংগ্রহের সময়সীমা আগামী ৩১ আগস্ট পর্যন্ত বৃদ্ধি করা হলো।
আগের সিদ্ধান্ত অনুযায়ী ধান-চাল সংগ্রহের অভিযান অব্যাহত রাখার কথা ছিল ১৬ আগস্ট পর্যন্ত।
বর্ধিত সময়ের মধ্যে লক্ষ্যমাত্রা পূরণে অবশিষ্ট পরিমাণ ধান ও চাল সংগ্রহ নিশ্চিত করার জন্য নির্দেশ দেয়া হয়েছে চিঠিতে।
চলতি বোরো মৌসুমে অভ্যন্তরীণ বাজার থেকে মোট ১৮ লাখ টন ধান ও চাল কেনার লক্ষ্য নেয় সরকার। এরমধ্যে ২৮ এপ্রিল থেকে সরাসরি কৃষকের কাছ থেকে ধান এবং ৮ মে থেকে চাল সংগ্রহ কার্যক্রম শুরু করা হয়।
মিলারদের কাছ থেকে ৪০ টাকা কেজি দরে ১০ লাখ টন সিদ্ধ চাল, ৩৯ টাকা কেজি দরে দেড় লাখ টন আতপ চাল এবং কৃষকদের কাছ থেকে ২৭ টাকা কেজি দরে সাড়ে ৬ লাখ টন ধান কেনা হচ্ছে।
গত বৃহস্পতিবার বগুড়ায় খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার সাংবাদিকদের বলেন, চলমান বোরো সংগ্রহ অভিযানে ইতোমধ্যে সাড়ে আট লাখ টন চাল সংগ্রহ হয়েছে। এই মুহূর্তে সরকারের চালের মজুদ ১৭ লাখ মেট্রিক টন বলেও জানান তিনি।