বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

হালদায় ডিম সংগ্রহের উৎসব

  •    
  • ২৭ মে, ২০২১ ১২:৫২

প্রতিবছর চৈত্র থেকে আষাঢ় মাসের মধ্যে পূর্ণিমা-অমাবস্যার তিথিতে বজ্রসহ বৃষ্টি হলে পাহাড়ি ঢল নামে হালদা নদীতে। তখন তাপমাত্রা অনুকূলে থাকলে ডিম ছাড়ে কার্পজাতীয় মাছ। এপ্রিল থেকে জুনের মধ্যে হালদায় ডিম ছাড়ে মা মাছ। তবে এ বছর অমাবস্যা তিথি থাকলেও বর্ষণ ও পাহাড়ি ঢলের আগেই মা মাছ ডিম ছেড়েছে।

চট্টগ্রামের হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ। উৎসবের আমেজে সেই ডিম সংগ্রহ করছেন মৎস্যজীবীরা।

দক্ষিণ এশিয়ার অন্যতম বড় প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদায় বুধবার রাত ১টার দিক থেকে পরিপূর্ণভাবে মাছের ডিম পাড়া শুরু হয়।

চট্টগ্রামের রাউজান ও হাটহাজারী উপজেলার প্রায় ৯৮ কিলোমিটার ‍এলাকাজুড়ে আছে হালদা নদী।

স্থানীয়রা জানান, এই দুই উপজেলায় হালদা নদীর সত্তার ঘাট, অংকুরী ঘোনা, মদুনাঘাট, গড়দুয়ারা, কান্তার আলী চৌধুরী ঘাট, নাপিতের ঘোনা ও মার্দাশা এলাকার বিভিন্ন পয়েন্টে মা মাছ ডিম ছেড়েছে।

হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিন নিউজবাংলাকে জানান, ডিম সংগ্রহের জন্য আহরণকারীরা এখন নদীতে আছেন। দুপুরের পর তারা তীরে ফেরা শুরু করবেন। তখন জানা যাবে কী পরিমাণ ডিম সংগ্রহ হয়েছে।

তিনি আরও জানান, প্রায় ৩৮০টি নৌকায় হাজার মৎস্যজীবী ডিম সংগ্রহ করছেন।

প্রতিবছর চৈত্র থেকে আষাঢ় মাসের মধ্যে পূর্ণিমা-অমাবস্যার তিথিতে বজ্রসহ বৃষ্টি হলে পাহাড়ি ঢল নামে হালদা নদীতে। তখন তাপমাত্রা অনুকূলে থাকলে ডিম ছাড়ে কার্পজাতীয় মাছ। এপ্রিল থেকে জুনের মধ্যে হালদায় ডিম ছাড়ে মা মাছ।

তবে এ বছর অমাবস্যা তিথি থাকলেও বর্ষণ ও পাহাড়ি ঢলের আগেই মা মাছ ডিম ছেড়েছে। প্রথমে মঙ্গলবার গভীর রাতে নমুনা ডিম ছাড়ে মা মাছ। এর এক দিন পর বুধবার পূর্ণমাত্রায় ডিম ছাড়া শুরু হয়।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরির কো-অর্ডিনেটর অধ্যাপক মনজুরুল কিবরিয়া বলেন, ‘ডিম সংগ্রহ চলছে। সংগ্রহ ভালোই। তবে মৎস্যজীবীরা তীরে এলে হিসাব করে বলা যাবে গতবারের তুলনায় বেশি না কম সংগ্রহ হয়েছে।’

এ বিভাগের আরো খবর