বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

জয়পুরহাট সদরে ধান-চাল কেনা শুরু

  •    
  • ৭ মে, ২০২১ ১৯:২৬

জয়পুরহাট সদর উপজেলা খাদ্য বিভাগ জানিয়েছে, চলতি মৌসুমে ৪০ টাকা কেজি দরে মিলারদের কাছ থেকে ৫ হাজার ৬৬১ টন চাল কেনা হবে। কার্যক্রম চলবে ১৬ আগস্ট পর্যন্ত। এ ছাড়া সরাসরি কৃষকদের কাছ থেকে ২৭ টাকা কেজি দরে ২ হাজার ৪০১ টন ধান কেনা হবে।

জয়পুরহাট সদর উপজেলায় চলতি বোরো মৌসুমে ধান-চাল কেনা কার্যক্রম শুরু করেছে সরকার।

শুক্রবার দুপুরে সদর উপজেলা খাদ্যগুদামে চাল কেনা কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক রেবেকা সিদ্দিকা লিপি, সংরক্ষণ ও চলাচল কর্মকর্তা আব্দুর রহিম, ওবি এগ্রো ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপক জহুরুল ইসলামসহ খাদ্য কর্মকর্তারা।

উপজেলা খাদ্য বিভাগ জানিয়েছে, চলতি মৌসুমে ৪০ টাকা কেজি দরে মিলারদের কাছ থেকে ৫ হাজার ৬৬১ টন চাল কেনা হবে। কার্যক্রম চলবে ১৬ আগস্ট পর্যন্ত। এ ছাড়া সরাসরি কৃষকদের কাছ থেকে ২৭ টাকা কেজি দরে ২ হাজার ৪০১ টন ধান কেনা হবে।

এ বিভাগের আরো খবর