করোনা মহামারিকালে সেবার মনোভাব নিয়ে চালকল মালিকদের সঙ্গে চুক্তি অনুযায়ী ঠিক সময়ে চাল দেয়ার আহ্বান জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। সরকারি গুদামের মজুত বাড়াতে খাদ্যশস্য কেনায় গতি বাড়াতেও কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন তিনি।
রাজধানীর মিন্টো রোডের সরকারি বাসভবন থেকে বৃহস্পতিবার খুলনা ও বরিশাল বিভাগের চালকল মালিকদের সঙ্গে বোরো সংগ্রহ বিষয়ক মতবিনিময় সভায় অনলাইনে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
চালকল মালিকদের উদ্দেশ্যে খাদ্যমন্ত্রী বলেন, ‘সেবার মানসিকতা নিয়ে এগিয়ে আসুন। এই করোনাকালীন সময়ে মানুষকে সেবা করার উপযুক্ত সময়, সেবার মনমানসিকতা নিয়ে আপনাদের এগিয়ে আসতে হবে।’
তিনি বলেন, ‘আপনারা সরকারের তালিকাভুক্ত। সবসময় সরকার আপনাদের কাছ থেকে চাল ক্রয় করে এবং এবারও আপনারা সরকারের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন। চুক্তি মোতাবেক সঠিক সময়ে সরকারকে চাল বুঝিয়ে দেবেন।’
গুদামে চাল সরবরাহের সময় বস্তার গায়ে খাদ্যগুদামের নাম, তারিখ এবং খাত (খাদ্য বান্ধব, ওএমএস, টিআর, কাবিখা) স্পষ্ট করে স্টেনসিলের মাধ্যমে অমোচনীয় কালি দিয়ে লেখারও নির্দেশ দেন মন্ত্রী।
সরকারের সঠিক দিক নির্দেশনায় এবার বোরোতে কৃষকরা ন্যায্য দাম পাচ্ছেন জানিয়ে মন্ত্রী আরও বলেন, ‘এই বাজার দর ধরে রাখতে সরকারি সংগ্রহের গতি বাড়াতে হবে। এ ছাড়া নির্দেশ মোতাবেক খাদ্যশস্যের মান যাচাই করে সংগ্রহ করতে হবে।’
করোনা মহামারিতেও খাদ্য অধিদপ্তর এবং মাঠ পর্যায়ের উপজেলা খাদ্য নিয়ন্ত্রকসহ সবাই অক্লান্ত পরিশ্রম করায় ধন্যবাদ জানান মন্ত্রী। একই সঙ্গে তিনি বলেন, ‘কোনো কর্মকর্তা-কর্মচারী ধান চাল সংগ্রহের সময় কোনো কৃষকের সঙ্গে অসদাচারণ করবেন না। দুর্নীতির সঙ্গে জড়িত হবেন না।’
খাদ্য মন্ত্রণালয়ের সচিব নাজমানারা খানুমের সমন্বয় ও সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক, খুলনা ও বরিশাল বিভাগের বিভাগীয় কমিশনার, আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক, খুলনা ও বরিশাল বিভাগের প্রতিটি জেলার জেলা খাদ্য নিয়ন্ত্রক, মিল মালিক প্রতিনিধিরা।