নাটোরে আগামী সপ্তাহ থেকে গাছ থেকে আম ও লিচু সংগ্রহ শুরু হচ্ছে।
মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ফলচাষি ও ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় ১০ মে থেকে আম ও লিচু সংগ্রহের সিদ্ধান্ত নেয়া হয়।
জেলা প্রশাসক মো. শাহরিয়াজ জানান, রাসায়নিক পদার্থের অপব্যবহার বন্ধ এবং পরিপক্ব ফল পাওয়ার জন্য আম ও লিচু সংগ্রহের সময় নির্ধারণ করে দেয়া হয়েছে। ১০ মে শুরু হয়ে এ ফল সংগ্রহ চলবে ১৫ আগস্ট পর্যন্ত।
তিনি আরও জানান, মোজাফফর জাতের লিচু ১০ মে এবং বোম্বাই জাতের লিচু ৩০ মে সংগ্রহ শুরু হবে। ১০ মে থেকে শুরু হবে স্থানীয় গুটি জাতের আম সংগ্রহ।
এ ছাড়া ২০ মে থেকে গোপালভোগ, ২৫ মে থেকে লক্ষ্মণভোগ ও রাণীপছন্দ, ২৮ মে থেকে ক্ষীরসাপাত, ৫ জুন থেকে ল্যাংড়া, ১৫ জুন থেকে মোহনভোগ, ২০ জুন থেকে আম্রপালি, হাড়িভাঙা ও ফজলি, ৩০ জুন থেকে মল্লিকা, ১০ জুলাই থেকে বারি-৪, ১৫ জুলাই থেকে আশ্বিনা এবং সর্বশেষ ১৫ আগস্ট থেকে গৌড়মতি জাতের আম সংগ্রহের সময় নির্ধারণ করা হয়েছে।
সভায় জানানো হয়, এই সময়সূচির আগে কোনো জাতের আম ও লিচু গাছে পরিপক্ব হলে কৃষি বিভাগ ও প্রশাসনের অনুমতি নিয়ে তা সংগ্রহ করা যাবে। এ ছাড়া করোনা পরিস্থিতিতে ফল সংগ্রহ, বিপণন ও পরিবহন কার্যক্রমে কোনো প্রতিবন্ধকতা দেখা দিলে জেলা প্রশাসন তা সমাধান করবে। পাশাপাশি ফলের আড়ত এবং বাগানগুলো প্রশাসনের পর্যবেক্ষণে থাকবে।
কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক সুব্রত কুমার সরকার জানান, চলতি বছর জেলায় ৫ হাজার ৮৫৭ হেক্টর বাগান থেকে ৭৯ হাজার ৬৭১ টন আম সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। ৯৮৩ হেক্টর লিচু বাগানে এ লক্ষ্যমাত্রা ৮ হাজার ৮১৫ টন।