করোনারভাইরাসের কারণে শ্রমিকসংকটে কৃষকের পাশাপাশি ধান কাটা শুরু করেছেন গোপালগঞ্জের কোটালীপাড়ার কৃষানিরা।
উপজেলার বেতকাছিয়া মনোহর অ্যান্ড স্বরজিনী মেমোরিয়াল ট্রাস্টের সুবিধাভোগী ৩০ জন কৃষানি শুক্রবার ওই এলাকার অসহায় কৃষক প্রাণ জুড়ান বাড়ৈর এক বিঘা জমির ধান কেটে বাড়ি পৌঁছে দেন।
কৃষক প্রাণ জুড়ান বাড়ৈ নিউজবাংলাকে জানান, শ্রমিকসংকটের কারণে পেকে যাওয়া ধান ঘরে তুলতে পারছিলেন না তিনি। পরে ওই এলাকার মনোহর অ্যান্ড স্বরজিনী মেমোরিয়াল ট্রাস্টের শরণাপন্ন হলে ওই ট্রাস্টের সুবিধাভোগী কৃষানিরা তার জমির ধান কেটে মাড়াই করে ঘরে তুলে দেন। এতে তিনি খুবই খুশি।
বেতকাছিয়া মনোহর অ্যান্ড স্বরজিনী মেমোরিয়াল ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পাষ্টর মিখায়েল বাড়ৈ জানান, তারা অসহায়দের সব সময় সহযোগিতা করে থাকেন। তারই অংশ হিসেবে কৃষানিরা ধান কেটে দিয়েছেন। তাদের এই কাজ চলবে।
কোটালীপাড়া উপজেলায় এ বছর ২৪ হাজার ৯৪৫ হেক্টর জমিতে বোরো ধানের চাষ হয়েছে।