বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

আধুনিক যন্ত্র কৃষির সুবিধায় ঝালকাঠি

  •    
  • ২৩ এপ্রিল, ২০২১ ০১:৩৯

এই মেশিনের সাহায্যে ঘণ্টায় এক একর জমির ধান কাটা, মাড়াই-ঝাড়াই হয়ে বস্তাভর্তি করা যায়। ফলে ধান কাটার মজুরি সাশ্রয় হয়, অপচয়ও কম হয়। কৃষক মাঠ থেকেই ধান বস্তাবন্দি করে বাড়িতে নিয়ে যেতে পারেন।

ঝালকাঠির কৃষকদের জন্য পাঠানো হলো কম্বাইন্ড হারভেস্টার মেশিন।

২৮ লাখ টাকা মূল্যের মেশিনটি কিনেছেন সদর উপজেলার বাসন্ডা ইউনিয়নের আগবাড়ি গ্রামের আদর্শ কৃষক হুমাউন কবির।

প্রকল্পের নীতিমালা অনুযায়ী, যন্ত্রটির জন্য সরকার ৫০ শতাংশ হিসেবে ১৪ লাখ টাকা ভর্তুকি দিয়েছে।

এই মেশিনের সাহায্যে ঘণ্টায় এক একর জমির ধান কাটা, মাড়াই-ঝাড়াই হয়ে বস্তাভর্তি করা যায়।

ফলে ধান কাটার মজুরি সাশ্রয় হয়, অপচয়ও কম হয়। কৃষক মাঠ থেকেই ধান বস্তাবন্দি করে বাড়িতে নিয়ে যেতে পারেন।

জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক ফজলুল হক কৃষক হুমাউন কবিরের হাতে মেশিনটি হস্তান্তর করেন।

উপজেলা ভাইস চেয়ারম্যান মঈন তালুকদার ও উপজেলা কৃষি কর্মকর্তা রিফাত সিকদারও এ সময় উপস্থিত ছিলেন।

এসিআই মোটরস থেকে ইয়ানমার এজি-সিক্সজিরোজিরোফোর মডেলের মেশিনটি কেনা হয়েছে।

নীতিমালা অনুযায়ী, এই কৃষক তিন বছরের মধ্যে মেশিন অন্য কাউকে বিক্রি বা হস্তান্তর করতে পারবে না।

কৃষক হুমাউন কবির নিউজবাংলাকে বলেন, তিনি এই মেশিনটি বাণিজ্যিকভাবে ব্যবহার করবেন। নিজের জমির ধান কাটার পাশাপাশি বোরো ও আমন মৌসুমে অন্য কৃষকদের জমির ধান কেটে দেয়া হবে।

কৃষি বিভাগের উপপরিচালক ফজলুল হক বলেন, ‘ঝালকাঠি জেলায় ধান কাটার রিপার মেশিন কৃষকদের কাছে থাকলেও এই ধরনের উচ্চমূল্যের মেশিন জেলায় প্রথম। এর সুবিধা কৃষকরা পেলে তারা উৎসাহী হবেন। এতে তাদের খরচ কমে আসবে।’

এ বিভাগের আরো খবর