দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে আগামী অর্থবছরের বাজেটে কৃষিখাতে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়ার পরামর্শ দিয়েছেন বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক ও উর্ধ্বতন কর্মকর্তারা। একই সঙ্গে কৃষকের সুরক্ষায় এ খাতে ভর্তুকি আরও বাড়ানোর কথা বলেন তারা।
বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয় আয়োজিত প্রাক-বাজেট আলোচনায় এসব পরামর্শ দেন তারা। বাজেটকে সামনে রেখে বিভিন্ন দৈনিক পত্রিকার সম্পাদকেরা বক্তব্য রাখেন আলোচনা সভায়।
সংবাদপত্র শিল্পের সংকট মোকাবিলায় আমদানি করা নিউজপ্রিন্টের শুল্ক-কর সম্পূর্ণ প্রত্যাহার করা ছাড়াও স্থানীয় শিল্পের সুরক্ষায় করপোরেট কর কমানো এবং পোল্ট্রি খাতে বিশেষ নজর দেয়ার পরামর্শ দেন সম্পাদকেরা।
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল তাদের প্রস্তাবগুলো মনোযোগ দিয়ে শোনেন এবং পর্যালোচনা করে যৌক্তিক দাবিগুলো বাজেটে প্রস্তাবে প্রতিফলনের আশ্বাস দেন।
আলোচনায় অংশ নিয়ে কৃষিবিদ ও চ্যানেল আইয়ের পরিচালক (বার্তা) শাইখ সিরাজ বলেন, দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হলে বাজেটে কৃষি খাতকে বেশি প্রাধান্য দিতে হবে, বিশেষ করে ভর্তুকির পরিমাণ আরও বাড়াতে হবে।
জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘কৃষি আমাদের প্রাণশক্তি। এ খাত ভাল করছে। কৃষিকে আরও গতিশীল করতে যা যা কিছু করা দরকার, তাই করা হবে।’
দ্য ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম বলেন, করোনাকালীন সংবাদপত্র শিল্প গভীর সংকটে। এ শিল্পের সুরক্ষায় আমদানিকেরা নিউজপ্রিন্টের সমুদয় শুল্ক-কর প্রত্যাহারের প্রস্তাব করেন তিনি।
অর্থমন্ত্রী বলেন, বাজেট পর্যালোচনায় গঠিত কমিটির মাধ্যমে তিনি বিষয়টি পরীক্ষা করে দেখবেন।
দৈনিক আমাদের অর্থনীতি-এর সম্পাদক নাঈমুল ইসলাম খান করপোরেট কর আরও কমানো ও উন্নয়ন প্রকল্প যথাসময়ে বাস্তবায়নের তাগিদ দেন।
প্রাক-বাজেট আলোচনায় উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আব্দুর রউফ তালুকদার, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ- ইআরডি সচিব ফাতিমা ইয়াসমিন ও জাতীয় রাজস্ব বোর্ডের এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।