বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

কৃষিপণ্য ও শ্রমিকের যাতায়াত নির্বিঘ্ন রাখতে চিঠি

  •    
  • ৪ এপ্রিল, ২০২১ ২০:৩৪

‘বোরো ধান কাটার কারণে আন্তঃজেলার মধ্যে কৃষি শ্রমিককে যাতায়াত করতে হবে। কৃষি শ্রমিকের এই যাতায়াতে যাতে কোনো রকম বাধার সম্মুখীন না হয় সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও সহযোগিতা দেয়ারও অনুরোধ করা হচ্ছে।’

লকডাউনে গণপরিবহন বন্ধ থাকলেও বোরো ধান কাটার মৌসুমে কৃষি শ্রমিকদের চলাচলে বাধা না দিতে অনুরোধ করেছে কৃষি মন্ত্রণালয়।

একইভাবে রাসায়নিক সারসহ কৃষি উপকরণ এবং কৃষিপণ্যকে অত্যাবশ্যকীয় বিবেচনায় রেখে এসব পণ্যবাহী গাড়ি চলাচল নির্বিঘ্ন রাখতে মাঠ প্রশাসনকে নির্দেশ দেয়া হয়েছে।

রোববার এ বিষয়ে সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কৃষি কর্মকর্তাদের চিঠি পাঠিয়ে এই নির্দেশনা দেয়া হয়।

চিঠিতে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও সার্বিক সহায়তা দিতে এই অনুরোধ করা হয়। কৃষি মন্ত্রণালয়ের সার ব্যবস্থাপনা ও মনিটরিং অধিশাখা থেকে চিঠিটি ইস্যু করা হয়।

চিঠিতে বলা হয়, করোনাভাইরাসের প্রাদুর্ভাব প্রতিরোধে সরকার চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করেছে। অত্যাবশ্যকীয় পণ্য হিসেবে রাসায়নিক সার ও অন্যান্য কৃষিপণ্য ও উপকরণ ব্যবসার সঙ্গে জড়িতদের পণ্য পরিবহন ও ক্রয়-বিক্রয় প্রক্রিয়া এই নিষেধাজ্ঞার সময়কালে সচল রাখার অনুরোধ করা হলো।

চিঠিতে আরও বলা হয়, ‘বোরো ধান কাটার কারণে আন্তঃজেলার মধ্যে কৃষি শ্রমিককে যাতায়াত করতে হবে। কৃষি শ্রমিকের এই যাতায়াতে যাতে কোনো রকম বাধার সম্মুখীন না হয় সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও সহযোগিতা দেয়ারও নির্দেশক্রমে অনুরোধ করা হচ্ছে।’

এ বিভাগের আরো খবর