বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ফসল উৎপাদনে অঞ্চলভিত্তিক ম্যাপিংয়ের তাগিদ প্রধানমন্ত্রীর

  •    
  • ৪ ফেব্রুয়ারি, ২০২১ ১২:৫২

প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের কোন কোন এলাকায় কী কী ফসল ভালো হয়, তার ম্যাপিং প্রয়োজন। অল্প খরচে কীভাবে অধিক ফসল উৎপাদন করতে পারি, গবেষণা করে তা বের করা দরকার।’

দেশের কোন অঞ্চলে কী ধরনের ফসল হয়, তা নির্ধারণ করে ফসল উৎপাদনের তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার সকালে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল প্রকাশিত ১০০ কৃষিপ্রযুক্তি এটলাস- এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এই তাগিদ দেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের কোন কোন এলাকায় কী কী ফসল ভালো হয়, তার ম্যাপিং প্রয়োজন। অল্প খরচে কীভাবে অধিক ফসল উৎপাদন করতে পারি, গবেষণা করে তা বের করা দরকার। দেশের বাজার বাড়ছে। সে চাহিদা পূরণ করে কৃষিপণ্য যেন বিদেশেও রপ্তানি করতে পারি।

‘কোন অঞ্চলে কী বেশি উৎপাদন হয় এবং অল্প খরচে হয়, সেভাবেই উৎপাদন করা প্রয়োজন। আর এর জন্য গবেষণাগার প্রয়োজন।’

তিনি বলেন, ‘আমরা সারা দেশে ১০০ অর্থনৈতিক অঞ্চল করছি। এগুলো শিল্পাঞ্চল। কিন্তু সেসব এলাকায় কী ধরনের কাঁচামাল উৎপাদন করা যায়, অঞ্চলগুলোতে কৃষিপণ্য প্রক্রিয়াজাত করে যেন বিদেশেও রপ্তানি করা যায়, সে ব্যবস্থা করতে হবে।

‘এই অঞ্চলগুলোতে দেশি-বিদেশি বিনিয়োগের ব্যবস্থা করা গেলে মানুষের জীবনে সচ্ছলতা আসবে। দিন দিন মানুষের জীবন উন্নত হচ্ছে, ক্রয়ক্ষমতাও বাড়ছে। এর জন্য দেশের বাজার আগে বাড়াতে হবে। দেশের চাহিদা পূরণ করে তা যেন বিদেশেও রপ্তানি করা যায়।’

প্রধানমন্ত্রী বলেন, ‘কৃষিকে গুরুত্ব দিয়ে কৃষিভিত্তিক শিল্প গড়ে তোলা প্রয়োজন। আর এ কাজে গবেষকদের সহযোগিতা চাই। উৎপাদন প্রক্রিয়াজাত করে দেশের বাজার বৃদ্ধি করে যেন বিদেশেও রপ্তানি করা যায়, এটা মাথায় রাখতে হবে।’

এ বিভাগের আরো খবর