বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

পিঁয়াজ চাষে ব্যস্ত ঝিনাইদহ

  •    
  • ১১ ডিসেম্বর, ২০২০ ১২:১৪

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে, এ বছর জেলার ছয় উপজেলায় পিঁয়াজ চাষ করা হচ্ছে ৯ হাজার ৫০ হেক্টর জমিতে। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে এক লাখ ৩৫ হাজার দুইশো ৭৬ মেট্টিট টন।

আবহাওয়া অনুকূলে থাকায় ভালো দাম আর উৎপাদনের আশায় আগাম পিঁয়াজ আবাদে ব্যস্ত সময় পার করছেন ঝিনাইদহের কৃষকেরা।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে, এ বছর জেলার ছয় উপজেলায় পিঁয়াজ চাষ করা হচ্ছে ৯ হাজার ৫০ হেক্টর জমিতে। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে এক লাখ ৩৫ হাজার দুইশো ৭৬ মেট্টিট টন।

ইতিমধ্যে জেলার শৈলকুপা, সদর, মহেশপুর, হরিণাকুন্ডু, কালীগঞ্জ ও কোটচাঁদপুর উপজেলায় ৫০০ হেক্টর জমিতে আগাম পিঁয়াজ আবাদ করা হয়েছে।

শৈলকুপা উপজেলার উত্তর মির্জাপুর গ্রামের চাষি মতলেব শেখ জানান, এ বছর মোট তিন বিঘা জমিতে পিঁয়াজের আবাদ করবেন। আগাম পিঁয়াজের আবাদ করছেন ২৫ শতক জমিতে। আবহাওয়া ভালো থাকায় এবার ভালো ফলন পাওয়ার আশা করছেন তিনি।

একই গ্রামের কৃষক রুহুল শেখ জানান, এক বিঘা জমিতে আগাম পিঁয়াজ আবাদ করছেন তিনি। আগাম পিঁয়াজে সার ও পরিচর্যা করতে হয় বেশি। তারপরও দাম ভালো পেলে সেই খরচ উঠে যাবে।

সদর উপজেলার গোপালপুর গ্রামের কৃষক শরিফ মোল্লা বলেন, ‘গত বছর দুই বিঘা জমিতে আগাম পিঁয়াজ লাগিয়েছিলাম। দাম ভালো পেয়েছিলাম বলে এবার আরও এক বিঘা জমিতে আবাদ করছি।’

তবে পিঁয়াজের বীজ ও সারের মূল্যবৃদ্ধির কারণে উৎপাদন খরচ এবার বেশি হবে বলে জানিয়েছেন কৃষকেরা।

 

সদর উপজেলার নগরবাথান গ্রামের কৃষক হযরত আলী বলেন, ‘গত বছর এক কেজি পিঁয়াজের বীজ এক হাজার টাকায় কিনেছিলাম। সেই বীজ এ বছর পাঁচ হাজার টাকায় কিনতে হয়েছে। সারের দামও বেশি। যে কারণে এবার উৎপাদন খরচ বেশি হবে।’

তবে দাম এখন যে পর্যায়ে রয়েছে তা চলমান থাকলে খরচ পুষিয়েও লাভবান হওয়ার আশা করছেন কৃষকেরা।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক কৃপাংশু শেখর বিশ্বাস বলেন, পিঁয়াজের ফলন ভালো পেতে বিভিন্ন উপজেলার উপ সহকারী কৃষি কর্মকর্তাদের মাধ্যমে কৃষকদের সকল প্রকার প্রযুক্তিগত সহযোগিতা করা হচ্ছে।’

এ বিভাগের আরো খবর