বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

কৃষকের প্রণোদনার বীজ লুট

  •    
  • ২৩ নভেম্বর, ২০২০ ১১:৪৮

কৃষক নাজমুল ইসলাম জানান, দৃর্বৃত্তরা ভয়ভীতি দেখালে প্রাণের ভয়ে সব দিয়ে দেন তারা।

জামালপুরের সরিষাবাড়ীতে কৃষি অধিদফতরের প্রণোদনার বীজ নিয়ে বাড়ি ফেরার পথে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের কাছ থেকে তা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।

রোববার দুপুরে সরিষাবাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনের সামনে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী কৃষকরা জানান, সরিষাবাড়ি উপজেলার ডোয়াইল ইউনিয়নের ভবানীপুর গ্রামের ছয় জন কৃষক তাদের নামে বরাদ্দ ২০ কেজি করে গমের বীজ নিতে সকালে কৃষি অফিসে যান।

বেলা ১২টার দিকে কৃষি অফিসের গুদাম থেকে বীজ নিয়ে ভ্যানে করে বাড়ি ফেরার পথে উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনের সামনের মসজিদ রোডে একদল দুর্বৃত্ত তাদের গতিরোধ করে।

কৃষক নাজমুল ইসলাম জানান, দৃর্বৃত্তরা ভয়ভীতি দেখালে প্রাণের ভয়ে সব দিয়ে দেন তারা।

ডোয়াইল ইউনিয়ন পরিষদের আট নম্বর ওয়ার্ড সদস্য নার্গিস বেগম বলেন, ‘এটা খুব দুঃখজনক। বিষয়টি জানার সঙ্গে সঙ্গেই উপজেলা কৃষি অফিসারকে অবগত করেছি।’

উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ্ আল মামুন বলেন, ‘বিষয়টি শুনেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। ছিনতাইয়ের ঘটনাটি অফিসের বাইরে হয়েছে, তাই আমাদের করণীয় কিছু নেই। তবে পরবর্তী প্রণোদনায় তাদের অগ্রাধিকার দেয়া হবে।’

উপজেলা কৃষি অফিস জানায়, উপজেলার আটটি ইউনিয়নে কৃষি পুনর্বাসনের আওতায় ১৪ হাজার ৭০০ ও কৃষি প্রণোদনার আওতায় দুই হাজার ৬৩০ জন কৃষককে তালিকাভুক্ত করা হয়। ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে সরিষা, গম, ভুট্টা, ধান, মসুর, খেসারি, টমেটো, মরিচ ও বাদাম বীজ ও সার বিতরণ করা হচ্ছে।

এ বিভাগের আরো খবর