শেরপুরের সব উপজেলায় অ্যাপের মাধ্যমে কৃষকের কাছ থেকে সরাসরি আমন ধান কিনতে নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে।
সোমবার থেকে ‘কৃষকের অ্যাপ’-এর মাধ্যমে নিবন্ধন কার্যক্রম শুরু করে জেলা খাদ্য বিভাগ।
সরকারি খাদ্য গুদামে ধান সংগ্রহে অনিয়ম দূর করতে গত বছর এ অ্যাপের মাধ্যমে সরাসরি ধান কেনা কার্যক্রম শুরু করে সরকার।
বোরো মৌসুমে শেরপুর সদর উপজেলায় সফলতা পাওয়ায় এবার জেলার পাঁচ উপজেলাতেই অ্যাপের মাধ্যমে ধান সংগ্রহ করা হবে।
শেরপুর জেলা খাদ্য বিভাগ জানিয়েছে, গুগল প্লে-স্টোর থেকে ‘কৃষকের অ্যাপ’ ডাউনলোড করে ধান বিক্রির জন্য নিবন্ধন করতে হবে। আগামী ২০ নভেম্বর পর্যন্ত নিবন্ধন করা যাবে।
নিবন্ধনে সহযোগিতা করতে সব উপজেলায় কল সেন্টার চালু করেছে শেরপুর জেলা খাদ্য বিভাগ। সকাল ১০টা থেকে বিকেল ৬টা পর্যন্ত এসব নম্বরে ফোন করে কৃষকরা সেবা নিতে পারবেন।
ফোন নম্বরগুলো হলো ০১৭৭-৬৩২৬৬২৩ (শেরপুর সদর), ০১৭৯-৯১২৩২৬২ (নালিতাবাড়ী), ০১৭৬৬-০৩২০৪৬ (নকলা), ০১৯০৫-৮৭২২৭৭ (শ্রীবরদী) ও ০১৯১৪-৯১৫৯৩৯ (ঝিনাইগাতী)।
শেরপুর জেলা খাদ্য নিয়ন্ত্রক ফরহাদ খন্দকার নিউজবাংলাকে বলেন, কৃষক যাতে হয়রানি ছাড়া ঘরে বসে ধান বিক্রির আবেদন করতে পারেন এবং সব তথ্য পেতে পারেন, সে জন্য অ্যাপের মাধ্যমে ধান কেনা হবে।
এ বছর কৃষকের অ্যাপের মাধ্যমে ৬৪ জেলার ৭৯টি উপজেলা থেকে ধান কিনবে খাদ্য অধিদফতর।