দুই দশক পর আবারও আফগানিস্তানের ক্ষমতার মসনদে বসতে যাচ্ছে তালেবান। রাজধানী কাবুল, প্রেসিডেন্ট প্রাসাদ প্রায় সবকিছুই এখন তাদের দখলে। অপেক্ষা কেবল নতুন সরকারের আনুষ্ঠানিক ঘোষণার। এমন পরিস্থিতিতে দেশ ছাড়তে কাবুল বিমানবন্দরে হুমড়ি খেয়ে পড়ছে আফগানিস্তানের নাগরিকরা।
কাবুলে তালেবানদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পর সেখানকার হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে রোববার রাত থেকে দেখা যাচ্ছে ভয়াবহ পরিস্থিতি। আতঙ্ক বিরাজ করছে আফগানিস্তানের জনসাধারণের মধ্যে। দেশ ছাড়তে বিমানবন্দরে জড়ো হয়েছেন তারা।
জনসমুদ্রে পরিণত হয়েছে বিমানবন্দর। একটি বিমান নামা মাত্রই ভরে যাচ্ছে মুহূর্তে।
রোববার বিকেলে কাবুলে প্রবেশ করেই তালেবান থেকে বলা হয়েছিল, তারা সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন। ভয়ে বা আতঙ্কিত হয়ে নাগরিকেরা যেন দেশ না ছাড়েন।
তালেবানদের এমন আশ্বাসে আস্থা রাখতে পারছে না কাবুলবাসী। দেশ ছাড়তে উন্মুখ তারা। ছুটে যাচ্ছেন বিমানবন্দরে।
কাবুল বিমানবন্দরের বেশ কিছু ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে বিমানবন্দর এলাকায় মানুষের প্রাণপণে ছোটাছুটির দৃশ্য দেখা যায়। বিমানে উঠতে তাদের সেকি চেষ্টা!
কাবুল বিমানবন্দরের একটি ভিডিও শেয়ার করেছেন আফগানিস্তানের পুরস্কার জয়ী সাংবাদিকক আহমের খান। এতে দেখা যাচ্ছে, অনন্যোপায় মানুষ মই বেয়ে বিমানে উঠতে প্রাণপন চেষ্টা করছে।
জাওয়াদ সুখানওয়ার নামে আরেক সাংবাদিকের শেয়ার করা একটি ভিডিও ফুটেজে দেখা যায়, কাবুল বিমানবন্দরের সোমবারের চিত্র। টুইটারে ওই সাংবাদিক লিখেছেন, ‘কাবুলের আরও একটি দিনের শুরু। কাবুল বিমানবন্দরের দিকে জনসমুদ্র!’
আরেকটি ভিডিও ফুটেজে দেখা যায়, বিমান নামার শব্দ শুনেই বিমানবন্দরের দিকে ছুটে যাচ্ছেন হাজারো মানুষ।