দলীয় সিদ্ধান্ত অমান্য করে পৌর নির্বাচনে প্রার্থী হওয়াদের বহিষ্কার করেও বিদ্রোহ দমাতে পারছে না আওয়ামী লীগ।
দ্বিতীয় ধাপে অনুষ্ঠেয় পৌর নির্বাচনে ৬১ পৌরসভার মধ্যে ১৬টিতে অন্তত ২১ জন বিদ্রোহী প্রার্থী নৌকার বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদের অনেককেই এরই মধ্যে দল থেকে বহিষ্কারও করা হয়েছে। এরপরেও নির্বাচনে প্রার্থিতায় আছেন তারা।
আরও পড়ুন: ভোট নিয়ে সমালোচনা মুছতে চায় আ. লীগ
বিদ্রোহী প্রার্থীদের বিষয়ে এবার পৌর নির্বাচনের শুরু থেকেই কঠোর মনোভাব দেখিয়ে আসছে আওয়ামী লীগ। দলের শীর্ষ নেতারা হুঁশিয়ারি জানিয়ে বলেছেন, বিদ্রোহীদের আর কখনোই দলের মনোনয়ন দেয়া হবে না। তারপরও পরিস্থিতির কোনো পরিবর্তন নেই।
কেন্দ্রীয় নেতারা বলছেন, বিদ্রোহ দমনে দলের কঠোর মনোভাবের পর পরিস্থিতি শতভাগ না হলেও অন্যান্য বারের চেয়ে ভালো। ভবিষ্যতেও বিদ্রোহীদের বিষয়ে নমনীয় হওয়ার কোনো সুযোগ নেই বলে মনে করছেন তারা।
আরও পড়ুন: ভোটারদের তেল দিয়ে জরিমানা
গত ১৩ ডিসেম্বর দ্বিতীয় দফায় পৌর নির্বাচনের মেয়র পদে মনোনয়ন ফরম বিতরণ শেষ করে আওয়ামী লীগ। ১৮ ডিসেম্বর দলের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় চূড়ান্ত করা হয় প্রার্থীদের তালিকা।
দ্বিতীয় দফায় ৬১ পৌরসভায় নৌকা প্রতীকে লড়তে ফরম নিয়েছিলেন ৩১৭ জন। অর্থাৎ প্রতিটি পৌরসভায় মেয়র পদে প্রার্থিতা করতে আগ্রহ প্রকাশ করেন গড়ে পাঁচ জন করে।
মনোনয়নপত্র সংগ্রহ করাদের একটি বড় অংশ পরবর্তীতে নির্বাচন থেকে সরে এলেও অনেকেই লড়ছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে। কোনো কোনো পৌরসভায় দুই কিংবা তারও বেশি বিদ্রোহী প্রার্থী রয়েছেন।
আরও পড়ুন: মাঠে নেই বিএনপি, সরব আওয়ামী লীগ
নিউজবাংলার অনুসন্ধানে দেখা গেছে, রাজশাহী বিভাগের বগুড়ার সারিয়াকান্দি পৌরসভায় নৌকার প্রার্থীর বিপরীতে নির্বাচনের মাঠে আছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর শাহী সুমন। তাকে এরই মধ্যে বহিষ্কার করেছে আওয়ামী লীগ।
রাজশাহীর ভবানীগঞ্জে পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন, আড়ানীতে বর্তমান মেয়র মোক্তার আলী ও সিরাজগঞ্জের বেলকুচিতে উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক সাজ্জাদুল হক রেজা লড়ছেন বিদ্রোহী হিসেবে।
রংপুর বিভাগের দিনাজপুরের বীরগঞ্জ পৌরসভায় বিদ্রোহী হিসেবে লড়ছেন বর্তমান পৌর মেয়র মোশাররফ হোসেন বাবুল ও কুড়িগ্রামের নাগেশ্বরীতে মো. হোসেন ফাকু। মোশাররফ হোসেন বাবুলকে এরই মধ্যে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
রংপুর বিভাগের গাইবান্ধা জেলার সদর উপজেলায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আছেন তিন জন। এরা হলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহসানুল করিম লাচু ও সদস্য ফারুক আহমেদ এবং পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মতবুর রহমান। তিন জনকেই দল থেকে বহিষ্কার করা হয়েছে।
আরও পড়ুন: ভোটার ফিরল কেন্দ্রে
এদিকে জেলার সুন্দরগঞ্জ পৌরসভায় বিদ্রোহে নাম লিখিয়েছেন খায়রুল হোসেন মাওলা ও দেবাশীষ সাহা।
ময়মনসিংহ বিভাগের মুক্তাগাছায় দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে নির্বাচনে অংশ নিয়েছেন আবুল কাশেম। আর ফুলবাড়িয়া পৌরসভায় বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনের মাঠে আছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা।
ঢাকা বিভাগে টাঙ্গাইলের ধনবাড়ি পৌরসভায় বিদ্রোহী হিসেবে লড়ছেন যুবলীগ নেতা মনিরুজ্জামান বকল ও কিশোরগঞ্জ সদরে ভোটের মাঠে আছেন সাবেক ছাত্রলীগ নেতা শফিকুল গণি ডালি।
সিলেট বিভাগের মৌলভীবাজারের কমলগঞ্জে বিদ্রোহী হিসেবে লড়ছেন জেলা শ্রমিক লীগের সভাপতি হেলাল মিয়া ও উপজেলা যুবলীগের সহসম্পাদক আনোয়ার হোসেন। এর মধ্যে হেলাল মিয়াকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।
আরও পড়ুন: আ. লীগের দুশ্চিন্তায় বিদ্রোহ, বিএনপির প্রতিদ্বন্দ্বী জামায়াত
জেলার কুলাউড়া পৌরসভায় উপজেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক মেয়র শফি আলম ইউনুস লড়ছেন বিদ্রোহী হিসেবে। তাকে এরই মধ্যে বহিষ্কার করেছে দল। এই পৌরসভায় আওয়ামী লীগের আরেক বিদ্রোহী হলেন শাহজাহান মিয়া।
হবিগঞ্জের মাধবপুর পৌরসভায় সাবেক মেয়র শাহ মুসলেম ও উপজেলা আওয়ামী লীগের সদস্য পঙ্কজ সাহা লড়ছেন দলীয় প্রার্থীর বিরুদ্ধে।
আরও পড়ুন: গন্ডগোল হলে দায় প্রথমত ওবায়দুল কাদেরের: কাদের মির্জা
তৃণমুলের নেতাকর্মীরা বলছেন, বিদ্রোহী প্রার্থীদের কারণে মাঠপর্যায়ে অনেক সময়ই নেতাকর্মীদের মধ্যে বিভাজন তৈরি হয়। ভোটাররাও হয়ে পড়েন বিভক্ত। আর এতে আওয়ামী লীগের প্রার্থীরা পরাজিতও হন।
স্থানীয় সরকারের বিভিন্ন নির্বাচনে দেখা গেছে বিদ্রোহী প্রার্থীদের দাপট। সম্প্রতি বেশ কয়েকটি পৌরসভায় আওয়ামী লীগের প্রার্থীকে হারিয়ে মেয়র নির্বাচিত হয়েছেন বিদ্রোহী প্রার্থীরা। আওয়ামী লীগের যেসব প্রার্থী নির্বাচিত হয়েছেন, তারাও তীব্র প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়েন বিদ্রোহীদের কাছে।
পৌর নির্বাচনে বিদ্রোহ দমনে আগের মতোই কঠোর অবস্থানে আওয়ামী লীগ। দলের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম নিউজবাংলাকে বলেন, ‘কোনো রাজনৈতিক দলের ক্ষেত্রেই শতভাগ সফল হওয়া যায় না। একটা বড় রাজনৈতিক দল, এখানে এতটা পারা যায় না। তবে এবার কঠোর সিদ্ধান্তের কারণে বিদ্রোহ অনেকটাই কমেছে।
‘ঐ অর্থে এবার বিদ্রোহ অনেকটাই কম। সেটা তো একটা ভালো দিক। এতে আগামী দিনে আরো সুদুরপ্রসারী, ভালো ফল পাওয়া যাবে। এরই মধ্যে আমরা শুরু করেছি। আগামীতে আরও পাব।’
আরও পড়ুন: শায়েস্তাগঞ্জে আ. লীগে তিন বিদ্রোহী
তিনি বলেন, কঠোর সিদ্ধান্তের পরেও সব ক্ষেত্রে রাজনৈতিক দলে শতভাগ বিদ্রোহ দমন করা যায় না।
তৃণমুলে বিদ্রোহে কেন্দ্রীয় নেতাদের মদদ থাকলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়ার কথা জানান আওয়ামী লীগের এ কেন্দ্রীয় নেতা।
গত ২ ডিসেম্বর সারাদেশে দ্বিতীয় ধাপে ৬১ পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী ১৬ জানুয়ারি হবে ভোট। এর মধ্যে ২৯ পৌরসভার ভোট হবে ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএমের মাধ্যমে। আর ৩২টিতে ভোট হবে ব্যালটে।
আরও পড়ুন:আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বরিশাল মেট্রোপলিটন পুলিশের দুই থানা ও রেঞ্জের ২৩ থানার ওসিকে বদলি করা হয়েছে।
পুলিশ হেডকোয়াটার্সের অ্যাডিশনাল আইজি (প্রশাসন) মো. কামরুল আহসান ও মোহাম্মদ জহিরুল ইসলামের সাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
যেখানে পটুয়াখালীর বাউফল থানার ওসি এটিএম আরিচুল হককে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানায়, আর বরিশালের বানারীপাড়া থানার ওসি এস. এম মাসুদ আলম চৌধুরীকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানায় বদলি করা হয়েছে।
অপরদিকে কোতোয়ালি মডেল থানার ওসি আনোয়ার হোসেনকে জেলার গৌরনদী মডেল থানায় আর এয়ারপোর্ট থানার ওসি মো. হেলাল উদ্দিনকে বেতাগী থানায় বদলি করা হয়েছে।
এ দিকে রেঞ্জের বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার ওসি এস এম মাকসুদুর রহমান বাবুগঞ্জ থানায়, গৌরনদী মডেল থানার ওসি আফজাল হোসেনকে বাকেরগঞ্জ থানায়, মুলাদী থানার ওসি মাহবুবুর রহমানকে বরগুনা জেলার বেতাগী থানায়, বাবুগঞ্জ থানার ওসি তুষার কুমার মন্ডলকে বরগুনার বামনা থানায় বদলি করা হয়েছে।
পটুয়াখালী জেলার রাঙ্গাবালী থানার ওসি নুরুল ইসলাম মজুমদারকে দশমিনা থানায়, দশমিনা থানার ওসি আনোয়ার হোসেন তালুকদারকে মহিপুর থানায়, মহিপুর থানার ওসি ফেরদৌস আলম খানকে গলাচিপা থানায়, গলাচিপা থানার ওসি শোনিত কুমার গায়েনকে বাউফল থানায় বদলি করা হয়েছে।
ভোলা জেলার দুলারহাট থানার ওসি আনোয়ারুল হককে তজুমদ্দীন থানায়, ভোলা সদর মডেল থানার ওসি শাহীন ফকিরকে বোরহান উদ্দিন থানায়, তজুমদ্দীন থানার ওসি মাকসুদুর রহমান মুরাদকে দুলারহাট থানায়, বোরহানউদ্দিন থানার ওসি মনির হোসেন মিয়াকে ভোলা সদর মডেল থানায় বদলি করা হয়েছে।
পিরোজপুরের নাজিরপুর থানার ওসি হুমায়ুন কবিরকে কাউখালী থানায়, কাউখালী থানার ওসি জাকারিয়াকে বরিশালের মুলাদী থানায়, পিরোজপুর সদর থানার ওসি আবির মোহাম্মদ হোসেনকে ভান্ডারিয়া থানায়, ভান্ডারিয়া থানার ওসি আসিকুজ্জামানকে পিরোজপুর সদর থানায় বদলি করা হয়েছে।
বরগুনার পাথরঘাটা থানার ওসি শাহ আলম হাওলাদারকে পিরোজপুরের নাজিরপুর থানায়, বেতাগী থানার ওসি আনোয়ার হোসেনকে ঝালকাঠি সদর থানায়, বামনা থানার ওসি মাইনুল ইসলামকে বরিশালের বানারীপাড়া থানায় বদলি করা হয়েছে।
ঝালকাঠির কাঠালিয়া থানার ওসি শহিদুল ইসলামকে পাথরঘাটা থানায়, ঝালকাঠি সদর থানার ওসি নাসির উদ্দিন সরকারকে কাঠালিয়া থানায় বদলি করা হয়েছে।
আরও পড়ুন:দেশে শনিবার থেকে শীত বাড়তে পারে জানিয়ে আবহাওয়া অধিদপ্তরের এক কর্মকর্তা বলেছেন, সোম কিংবা মঙ্গলবার থেকে কিছু এলাকায় দেখা যেতে পারে শৈত্যপ্রবাহ।
রাষ্ট্রীয় সংস্থাটির আবহাওয়াবিদ ওমর ফারুক শুক্রবার বেলা ১১টার দিকে নিউজবাংলাকে জানান, শনিবার থেকে শীত বাড়তে পারে। ১১ কিংবা ১২ ডিসেম্বর (সোম অথবা মঙ্গলবার) থেকে কিছু অঞ্চলে শৈত্যপ্রবাহ শুরু হতে পারে।
দেশের কোন কোন অঞ্চলে শৈত্যপ্রবাহ দেখা দিতে পারে জানতে চাইলে এ কর্মকর্তা বলেন, উত্তরাঞ্চল ও পশ্চিমাঞ্চল থেকে শৈত্যপ্রবাহ শুরু হতে পারে।
এদিকে আবহাওয়া অধিদপ্তরের শুক্রবার সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বৃষ্টিপাতের বিষয়ে বলা হয়, ‘অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।’
কুয়াশা নিয়ে পূর্বাভাসে উল্লেখ করা হয়, ‘মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকা এবং উত্তরাঞ্চলের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।’
তাপমাত্রার বিষয়ে বলা হয়, ‘সারা দেশে রাতের তাপমাত্রা (১-২) ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা (১-৪) ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে।’
আরও পড়ুন:সিলেট-৫ আসনে এবার আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন দলটির সিলেট মহানগর শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ।
এদিকে ধর্মভিত্তিক সংগঠন আনজুমানে আল ইসলাহর সভাপতি মাওলানা হুছামুদ্দীন চৌধুরী এ আসনে হয়েছেন স্বতন্ত্র প্রার্থী। মনোনয়নপত্র বৈধ ঘোষণার পর মঙ্গলবার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে এসেছেন তিনি।
এ আসনে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য ও বেসরকারি উন্নয়ন সংস্থা সীমান্তিকের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা ড. আহমদ আল কবির। এলাকায় তারও নিজস্ব ভোট ব্যাংক রয়েছে।
ধারণা করা হচ্ছে মাসুক উদ্দিনের ভোটে ভাগ বসাতে পারেন আহমদ আল কবিরও।
সিলেট-৫ আসনে এ তিনজন ছাড়াও প্রার্থী হয়েছেন জাতীয় পার্টির শাব্বীর আহমদ, বাংলাদেশ মুসলিম লীগের (বিএমএল) মো. খায়রুল ইসলাম, তৃণমূল বিএনপির কুতুব উদ্দিন শিকদার ও বাংলাদেশ কংগ্রেসের মো. বদরুল আলম।
জোটবদ্ধভাবে নির্বাচন না হলে এ আসনে ত্রিমুখী লড়াই হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ ক্ষেত্রে মূল লড়াই হতে পারে মাসুক উদ্দিন, আহমদ আল কবির ও হুছামুদ্দীনের মধ্যে, তবে আওয়ামী লীগ থেকে হুছামুদ্দীনকে ছাড় দেয়া হলে পাল্টে যাবে এ হিসাব।
মাওলানা হুছামুদ্দীন চৌধুরীর বাবা ফুলতলী হুজুর হিসেবে পরিচিত আল্লামা আবদুল লতিফ চৌধুরী। সিলেটজুড়ে রয়েছে তার অসংখ্য ভক্ত ও মুরিদ। আবদুল লতিফ চৌধুরী গড়ে তোলেন ধর্মভিভিত্তিক সংগঠন আনজুমানে আল ইসলাহ। তার মৃত্যুর পর ছেলে হুছামুদ্দীনই এ সংগঠনটি পরিচালনা করছেন।
তিনি ইসলামপন্থি নেতাদের মধ্যে আওয়ামী ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। সিলেট-৫ আসনের অন্তর্ভুক্ত জকিগঞ্জে তার বাড়ি।
প্রধানমন্ত্রীর সঙ্গে মঙ্গলবার তার সাক্ষাতের পর এখানে আওয়ামী লীগের ছাড়ের বিষয়টিও আলোচনা হচ্ছে। সাক্ষাতের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাই তাকে ডেকে পাঠান বলে জানান মাওলানা হুছামুদ্দীন চৌধুরী।
সাক্ষাতের বিষয়ে হুছামুদ্দীন চৌধুরী বলেন, ‘প্রধানমন্ত্রীর সঙ্গে গত বছর ১২ জানুয়ারি নতুন কারিকুলাম ও পাঠ্যপুস্তক থেকে ইসলামি বিশ্বাসবিরোধী বিষয়সমূহ বাদ দিয়ে তা সংশোধন, মাদ্রাসার জন্য স্বতন্ত্র কারিকুলাম প্রণয়নসহ ১০ দফা দাবি তুলে ধরেছিলাম। এবারও সেসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
‘ওই সময় প্রধানমন্ত্রী সিলেট-৫ থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করায় আমাকে সাধুবাদ জানিয়েছেন। সেই সঙ্গে সিলেট বিভাগের অন্য আসনে আওয়ামী লীগকে সহযোগিতার আহ্বান জানিয়েছেন।’
সিলেট-৫ আসন নিয়ে কোনো আলোচনা হয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী আমাকে আশ্বস্ত করেছেন নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু হবে। এ ছাড়া আমাকে সার্বিক সহযোগিতার আশ্বাসও দিয়েছেন। দীর্ঘ আলোচনা হয়েছে। সবকিছু এ মুহূর্তে বলা সম্ভব নয়, তবে ছাড়ের বিষয়ে কোনো আলাপ হয়নি।’
সিলেট-৫ আসনের বর্তমান সংসদ সদস্য পূবালী ব্যাংক ও রেড ক্রিসেন্ট সোসাইটির সবেক চেয়ারম্যান হাফিজ আহমদ মজুমদার। বয়সজনিত কারণে এবার প্রার্থী হননি এই আওয়ামী লীগ নেতা, তবে স্থানীয় আওয়ামী লীগে তার নিজস্ব বলয় রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, কানাইঘাট ও জকিগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সিলেট-৫ আসনে আওয়ামী লীগ ত্রিধারায় বিভক্ত। এসব বলয়ের নেতৃত্বে রয়েছেন হাফিজ আহমদ মজুমদার, মাসুক উদ্দিন আহমদ ও আহমদ আল কবির। এ কারণে এবার আওয়ামী লীগের ভোট ভাগ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এর সুবিধা পেতে পারেন হুছামুদ্দীন।
এ সূত্র আরও জানায়, জকিগঞ্জে হুছামুদ্দীনের শক্ত অবস্থান থাকলেও কানাইঘাট উপজেলায় তার তেমন ভোট নেই।
ছাড় বা দলে বিভক্তির কথা অস্বীকার করে আওয়ামী লীগের প্রার্থী মাসুক উদ্দিন বলেন, ‘নেত্রী আমাকে নৌকা দিয়ে এলাকায় পাঠিয়েছেন। জোট বা ছাড়ের বিষয়ে আমাকে কিছু বলেননি। এ ছাড়া জকিগঞ্জ-কানাইঘাটে আওয়ামী লীগও ঐক্যবদ্ধ।’
আরও পড়ুন:গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এতে তার স্ত্রী ও দুই মেয়েসহ চারজন আহত হয়েছে
ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার ডুমদিয়া এলাকায় বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ৫৫ বছর ব্যবসায়ী মোস্তফা কামাল বরিশালের বাসিন্দা হলেও বর্তমানে ঢাকায় ব্যবসায় করেন এবং ওয়ারী হাটখোলা এলাকায় থাকতেন।
গোপালগঞ্জ সদর থানার ওসি মোহাম্মদ আনিছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ওসি বলেন, ‘একটি মাইক্রোবাসে করে স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে গ্রামের বাড়ি বরিশাল যাচ্ছিলেন মোস্তফা কামাল। এ সময় বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী রাজীব পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় মাইক্রোবাসটির।
‘এতে ঘটনাস্থলে ব্যবসায়ী মোস্তফা কামাল নিহত হন এবং তার স্ত্রী ও দুই মেয়েসহ চারজন আহত হন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসে। মারাত্মক আহত স্ত্রী ও দুই মেয়েকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে।’
আরও পড়ুন:বরিশাল নগরী ও ঝালকাঠির নলছিটি উপজেলায় পৃথক দুই যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষে দুটি থ্রি হুইলারের পাঁচ যাত্রী নিহত হয়েছে। এ ছাড়া পৃথক এ দুই দুর্ঘটনায় আহত হয়ে অজ্ঞাত এক নারীসহ আরও চারজন বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে পৃথক দুই দুর্ঘটনার বিষয়ে নিশ্চিত করেছেন নলছিটি ও মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার ওসি।
নলছিটিতে দুর্ঘটনায় নিহতরা হলেন- থ্রি হুইলারচালক বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া গ্রামের খোকন হাওলাদারের ছেলে ৪৫ বছর বয়সী জসিম হাওলাদার, ঝালকাঠির নলছিটি উপজেলার কাবদেবপুর গ্রামের আজিজ খানের ছেলে ৪০ বছর বয়সী রাজিব খান ও একই উপজেলার সুবিদপুর ইউনিয়নের নলবুনিয়া গ্রামের জাহিদুল ইসলামের স্ত্রী ৩৫ বছর বয়সী সুরভী আক্তার।
বরিশাল নগরীর কলসগ্রাম এলাকায় নিহতরা হলেন- বরিশাল সিটি করপোরেশনের পানি শাখার কর্মচারী ও বাবুগঞ্জ উপজেলার ছয় মাইল এলাকার আলতাফ হাওলাদারের ছেলে ৩২ বছর বয়সী মো. সেন্টু হাওলাদার ও একই উপজেলার রহমতপুর এলাকার যশোধা জীবন লাল দাসের ছেলে থ্রি হুইলারচালক ৫০ বছর বয়সী মতি লাল দাস।
নলছিটি থানার ওসি মো. মুরাদ আলী জানান, ঢাকা থেকে ছেড়ে আসা বেপারী পরিবহনের একটি বাস কুয়াকাটা যাচ্ছিল। বরিশালের বাকেরগঞ্জ উপজেলা বাসস্ট্যান্ড থেকে ৫ যাত্রী নিয়ে একটি থ্রি হুইলার নগরীর রুপাতলী বাসস্ট্যান্ডের উদ্দেশে যাচ্ছিল। নলছিটি উপজেলার জিরো পয়েন্ট এলাকায় দুই যানবাহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে থ্রি হুইলারচালক জসিম ও যাত্রী রাজিব নিহত হন। আহত অবস্থায় চারজনকে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সুরভীর মৃত্যু হয়।
ওসি বলেন, ‘ঘটনার পর দুর্ঘটনা কবলিত দুই যানবাহন সরিয়ে ফেলা হয়েছে। সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়েছে। বাস আটক করা হলেও চালকসহ কাউকে আটক করা হয়নি।’
মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার এসআই মো. আব্দুস সালাম বলেন, ‘মাগরিবের আজানের পর বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ব্রিজ থেকে বরিশাল নগরীর রুপাতলী বাস টার্মিনালের উদ্দেশে যাত্রী নিয়ে থ্রি হুইলারটি রওনা দেয়। সেটি বরিশাল-ঢাকা মহাসড়কের কলসগ্রাম এলাকায় পৌঁছালে চাকলাদার পরিবহনের একটি বাস পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে থ্রি হুইলার থেকে ছিটকে পড়ে তিনজন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে বরিশাল শেরই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।’
এয়ারপোর্ট থানার পরিদর্শক (তদন্ত) মো. লোকমান হোসেন বলেন, ‘দুর্ঘটনার পর আহত তিনজনের মধ্যে দুজন মারা গেছে। একজন হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার পর চাকলাদার পরিবহনের চালকসহ বাস আটক করা হয়েছে।’
উভয় দুর্ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন দুই থানার ওসি।
আরও পড়ুন:নাটোর জেলা কারাগারে অসুস্থ হয়ে হাসপাতালে মৃত্যু হয়েছে এ কে আজাদ সোহেল নামের এক বিএনপি নেতার।
রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে বৃহস্পতিবার দুপুরে তার মৃত্যু হয়।
প্রাণ হারানো সোহেল নাটোরের সিংড়া উপজেলার হাতিয়ান্দহ ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।
সিংড়া উপজেলা বিএনপির সাবেক জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লেলিন জানান, গত ১৮ নভেম্বর সন্ধ্যায় এ কে আজাদ সোহেলকে আটক করে কারাগারে পাঠায় পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। পরে ৩০ নভেম্বর আদালত থেকে তার জামিন নেয়া হয়। কারাগার থেকে সোহেলকে আনতে গেলে কারা কর্তৃপক্ষ জানায়, অসুস্থ থাকায় তাকে চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি অভিযোগ করেন, ‘সোহেলকে রাজশাহী মেডিক্যালের বারান্দার বিনা চিকিৎসায় ফেলে রাখা হয়। জামিনের পরে কারা কর্তৃপক্ষের মারফতে পরিবারের সদস্যরা এ ঘটনা জানলে তারা গিয়ে সোহেলের চিকিৎসার ব্যবস্থা করে। চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার মৃত্যু হয়।’
নিহতের বড় ভাই শামীম হোসেন জানান, বিনা অপরাধে তার ভাইকে গ্রেপ্তার করে পুলিশ। কারাগারে অসুস্থ হয়ে রাজশাহীতে মারা যায় সে।
নাটোর জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ বলেন, ‘এ কে আজাদ সোহেলকে মিথ্যা মামলায় গ্রেপ্তারের পর কারাগারে পাঠায় পুলিশ। সেখানে নির্যাতনের পরে সে স্ট্রোক করে, কিন্তু সঠিক সময়ে সঠিক চিকিৎসার অভাবে মৃত্যু হয়।’
এ বিষয়ে নাটোর জেলা কারাগারের জেলার মোশফিকুর রহমান জানান, ২১ নভেম্বর এ কে আজাদ সোহেলকে জেলহাজতে নিয়ে আসা হয়। তিনি নাশকতার মামলার আসামি ছিলেন। ২৯ নভেম্বর সন্ধ্যায় অসুস্থ হলে প্রথমে তাকে সদর হাসপাতালে নেয়া হয়। সেখানকার চিকিৎসকরা তাকে রাজশাহী মেডিক্যালে স্থানান্তর করেন। পরে তিনি রাজশাহী কারাগারের আওতায় চিকিৎসাধীন ছিলেন।
সোহেলের অসুস্থতার কথা পরিবারকে জানানো হয়েছিলো কি না, এমন প্রশ্নে জেলার বলেন, ‘প্রতিনিয়তই অনেকে এ রকম অসুস্থ হয়। রাজশাহীর দূরত্ব অল্প হওয়ায় পরিবারকে খবর দেয়া তখন জরুরি মনে হয়নি।’
আরও পড়ুন:খেতের পাকা আমন ধান অনেকেই এখনও কেটে ঘরে তুলতে পারেননি; অনেকে আবার কাটেননিও। কিন্তু তার আগেই ভিজে এসব ধান নষ্ট হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। গাইবান্ধার সদর উপজেলার বোয়ালী ইউনিয়নের রাধাকৃষ্ণপুরের ধানচাষিদের কপালে তাই এখন দুশ্চিন্তার ছাপ।
জলাবদ্ধতার কবলে পড়ে নষ্ট হচ্ছে ওই অঞ্চলের পাকা আমন ক্ষেত। একদিকে পানিতে পড়েছে ধান, অপরদিকে শ্রমিক সংকট এবং বাড়তি মজুরির চাহিদায় দিশেহারা এ এলাকার কৃষক। হাড়ভাঙা খাটুনি আর ধার-দেনা করে উৎপাদিত ফসল থেকে লাভবান হওয়া তো দূরের কথা, পুঁজি উঠবে কি না- তা নিয়ে আশঙ্কায় দিন কাটছে তাদের।
আগে থেকে থাকা নালাটি ভরাট হয়ে যাওয়ার কারণেই প্রতি বছর এমন ভোগান্তি পোহাতে হয় কৃষকদের। বোরো মৌসুমে তো পানি থাকেই, শুকনো আমন মৌসুমেও ধানখেতে থাকে হাঁটুপানি। আবার বৃষ্টির সময় তলিয়ে যায় বীজতলা। সব মিলিয়ে একটি নালা খনন এখন ওই অঞ্চলের কৃষকদের প্রাণের দাবিতে পরিণত হয়েছে।
স্থানীয় কৃষি-সংশ্লিষ্টরা বলছেন, ‘এই এলাকার পানি নিষ্কাশনের কোনো নালা না থাকায় একটু বৃষ্টি হলেই সৃষ্টি হয় জলাবদ্ধতা। জলাবদ্ধতার কারণেই পাকা আমন ধান পানিতে পড়েছে।’
কৃষকরা জানান, হাল, সার, বীজ, কীটনাশক থেকে শুরু করে সেচ, নিড়ানি ও ধান কাটা পর্যন্ত যে পরিমাণ খরচ হয়েছে, ধান ঘরে তুলতে না পারলে সেই খরচ কীভাবে উঠবে তাদের। এদিকে এ বছরের আমন মৌসুমে অনাবৃষ্টি বা অতি খরার কারণে চাষাবাদের প্রথম পর্যায়ে দফায় দফায় সেচ দিতে গিয়ে গুনতে হয়েছে বাড়তি টাকা; কীটনাশকেও খরচ হয়েছ দ্বিগুণ।
তাদের দাবি, শুধু এই আমন মৌসুমেই নয়, আমন-ইরির দুই মৌসুমেই ক্ষতিগ্রস্ত হতে হচ্ছে তাদের। জলাবদ্ধতার কারণে নষ্ট হয় বীজতলাও। এ ছাড়া এ কারণে একদিকে যেমন সঠিক সময়ে ব্যাহত হয় চারা রোপন, অন্যদিকে কোনো কোনো মৌসুমে অপরিপক্ক কাঁচা ধানই কাটতে হয় চাষিদের। এসব ক্ষতির হাত থেকে বাঁচতে জরুরি ভিত্তিতে ওই এলাকায় নালা খননের দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত কৃষকরা।
সরেজমিনে সদর উপজেলার বোয়ালী ইউনিয়নের পশ্চিম রাধাকৃষ্ণপুর (ভেলাকোপা) গ্রামে গিয়ে দেখা যায়, পাকরিছিড়া নামক সেতুর উত্তরের পাথারের ফসলের মাঠে পানির মধ্যে ধান কাটছেন চাষি-শ্রমিকরা। ওই এলাকার আমন ধানের জমিগুলোতে এখনও প্রায় হাঁটু পরিমাণ পানি। কোনো কোনো জমিতে পানির পরিমাণ হাঁটুর বেশ নিচে হলেও কাদাপানিতে মিশে গেছে ধানগাছ। যেসব জমির ধানগাছ বেশিদিন ধরে পানিতে পড়ে আছে, সেগুলো প্রায় পঁচে যাওয়ার উপক্রম হয়েছে। কৃষকরা অনেকটা বিরক্ত পরিবেশেই জমির ধান কাটছেন। এ ছাড়া এ ব্রিজের পশ্চিম-উত্তরে এসকেএসইন সংলগ্ন এলাকায় ও ভেলাকোপা ব্রিজের পূর্ব-পশ্চিম পাশের কিছু জমিতেও একই অবস্থা দেখা গেছে। আটকে থাকা পানি আসলে গেল বর্ষা মৌসুমের।
স্থানীয় সূত্রে জানা গেছে, পানি নিষ্কাশনের জন্য সাদুল্লাপুর থেকে আসা নালাটি তুলসিঘাট হয়ে পশ্চিম রাধাকৃষ্ণপুর গ্রামের ওপর দিয়ে বোয়ালী ইউনিয়নের আলাই নদীতে গিয়ে সংযুক্ত হয়। প্রায় ত্রিশ বছর পূর্বে প্রতিবছরই বড় বন্যা হওয়ার কারণে নালার প্রয়োজন নেই মনে করে রামচন্দ্রপুর ইউনিয়নের কাদের মিয়ার বাড়ির সামনে থেকে পূর্ব রাধাকৃষ্ণপুর পর্যন্ত আড়াই কিলোমিটার নালা (৮ নম্বর বোয়ালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ওই অংশ) জমির মালিকরাই ভরাট করে ফেলেন। কিন্তু বর্তমানে বন্যার পানি আর অতিবৃষ্টিতে কয়েকটি ইউনিয়নের পানি সাদুল্লাপুর থেকে আসা নালা দিয়ে প্রবাহিত হয়ে এই এলাকায় এসে পড়ে। আর এই এলাকায় অর্থাৎ ৮ নম্বর বোয়ালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড অংশে পানি নিষ্কাশনের কোনো নালা না থাকা আর জমিগুলো তুলনামূলক নিচু হওয়ায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে প্রতিবছরই ক্ষতিগ্রস্ত হতে হচ্ছে দেড় শতাধিক ধানচাষিকে।
তবে, ওই এলাকার কৃষকদের ক্ষতির হাত থেকে বাঁচাতে রামচন্দ্রপুর ইউনিয়নের মৃত কাদের মিয়ার বাড়ির সামনের নালা হতে বোয়ালী ইউনিয়নের পূর্ব রাধাকৃষ্ণপুর নালা পর্যন্ত মাত্র ২ থেকে আড়াই কি.মি. নতুন নালা খনন করে উভয় পাশের পুরাতন নালায় সংযোগ স্থাপন করা হলে এই জলাবদ্ধতা থাকবেনা বলে জানান স্থানীয় কৃষকরা। ওই অংশে নালা খনন করা হলে দ্রুক পানি নেমে গিয়ে একদিকে যেমন নিরসন হবে জলাবদ্ধতা, অন্যদিকে তিন ফসলি চাষাবাদের সুযোগ সৃষ্টি হয়ে কৃষক লাভবান হবে বলে মনে করেন সচেতন মহল।
ওই গ্রামের গৃহস্থ কৃষক জফের উদ্দিন দুদু বলেন, ‘দ্রুত পানি নেমে যাওয়ার কোনো নালা না থাকায় প্রতি বছরই বিশেষ করে আমন মৌসুমে প্রায় তিন শ’ বিঘা জমির ফসল বিভিন্নভাবে নষ্ট হয়। এ সময় পানিতে ধান কাটতে কামলা (শ্রমিক) পাওয়া যায় না। গেলেও দ্বিগুণ মজুরি গুনতে হয়। আর এতে করে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি।’
বর্গাচাষি মধু মিয়া বলেন, ‘ধার-দেনা করে এক বিঘা জমিতে আমন চাষ করেছি। সেই ধান পানিতে পড়েছে। এতে যে পরিমাণ খরচ হয়েছে তা-ই উঠবেনা। দুই পাশেই নালা আছে, এখানেও নালা খনন খুবই দরকার।’
একই গ্রামের গৃহস্থ শরিফুল ইসলাম বলেন, ‘শুধু আমন মৌসুমেই নয়, বোরো মৌসুমেও পানির মধ্যে ধান কাটতে হয়। জলাবদ্ধতার কারণে নষ্ট হয় বীজতলাও। আবার অনেক সময় চারা রোপনের কয়েক দিনের মধ্যে বৃষ্টি হলে চারা তলিয়ে নষ্ট হয়ে যায়। আমরা নানাভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছি।’
জলাবদ্ধতা নিরসনসহ কৃষকদের তিন ফসলের চাষাবাদের সুযোগ সৃষ্টি করতে ওই অংশে নালা খননের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ঠদের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।
বোয়ালী ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান শহিদুল ইসলাস সাবু বলেন, ‘কৃষকদের ক্ষতির হাত থেকে বাঁচাতে নালা খননে পরিষদের পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছি। ওই এলাকায় নালা খনন অপরিহার্য। তাতে কৃষকেরা ক্ষতি থেকে বাঁচবে এবং তিনটি ফসল চাষাবাদ করে তারা লাভবানও হবে।’
এ ব্যাপারে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহামুদ আল হাসান মোবাইল ফোনে নিউজবাংলাকে বলেন, ‘সামনে আমরা আলাই নদী নিয়ে একটা প্রজেক্ট (প্রকল্প) হাতে নিচ্ছি। সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে ওই এলাকায় নালা খননে দ্রুতই প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।’
মন্তব্য