পুঁজিবাজারে তালিকাভুক্ত জীবন বিমা কোম্পানি রূপালী লাইফ ইন্স্যুরেন্স ২০২০ সালের ডিসেম্বরে সমাপ্ত অর্থবছরের জন্য শেয়ারধারীদেরকে ১৫ শতাংশ লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।
এর মধ্যে ১৩ শতাংশ নগদ। অর্থাৎ বিনিয়োগকারীরা শেয়ার প্রতি ১ টাকা ৩০ পয়সা পাবেন। পাশাপাশি ২ শতাংশ বোনাস, অর্থাৎ প্রতি ১০০টি শেয়ারের বিপরীতে দুটি শেয়ার পাবেন।
কোম্পানিটির পরিশোধত মূলধনের পরিমাণ ২৯ কোটি ৪২ লাখ টাকা। কিন্তু বিমা আইন ২০১০ অনুযায়ী জীবন বিমা কোম্পানির পরিশোধিত মূলধনের পরিমাণ থাকতে হবে নূন্যতম ৩০ কোটি টাকা। ২ শতাংশ বোনাস শেয়ার ইস্যু করে পরিশোধিত মূলধন ৩০ কোটিতে নিয়ে যাচ্ছে কোম্পানিটি।
রোববার কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
কোম্পানিটির শেয়ার প্রতি আয় কত ছিল, সেটি প্রকাশ করা হয়নি। তালিকাভুক্ত সব কোম্পানির এই আয় প্রকাশ বাধ্যতামূলক হলেও জীবন বিমা কোম্পানির ক্ষেত্রে এটি বাধ্যতামূলক নয়। এ কারণে বিনিয়োগকারীদের মধ্যে কোম্পানি আয় ব্যয় নিয়ে সুস্পষ্ট ধারণা তৈরি হয় না বলে আলোচনা আছে। ইদানীং কয়েকটি কোম্পানি অবশ্য তাদের শেয়ার প্রতি আয় প্রকাশ করতে শুরু করেছে।
লভ্যাংশ সংক্রান্ত রেকর্ডৃ ডেট নির্ধারণ করা হয়েছে ২৩ সেপ্টেম্বর। অর্থাৎ সেদিন যাদের হাতে শেয়ার থাকবে, তারাই এই লভ্যাংশ পাবেন।
এই লভ্যাংশ অনুমোদন হবে আগামী ২৮ অক্টোবরের বার্ষিক সাধারণ সভা। সেদিন কোম্পানির আর্থিক বিবরণী বিনিয়োগকারীদের কাছে তুলে ধরবে কোম্পানি পরিচালনা পর্ষদ। তবে সাধারণ সভায় লভ্যাংশ পরিবর্তনের ইতিহাস একেবারেই বিরল।
লভ্যাংশ ঘোষণার দিন রূপালী লাইফের শেয়ারর দর ছিল ৭৬ টাকা ১০ পয়সা। গত এক বছরে কোম্পানিটির শেয়ারের সর্বনিম্ন মূল্য ছিল ৪২ টাকা ৩০ পয়সা আর সর্বোচ্চ মূল্য ছিল ৯৩ টাকা ৫০ পয়সা।
কোম্পানিটি ২০১৯ সালে তার শেয়ারধারীদের ১২ শতাংশ নগদ ও ২ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছিল।