পুঁজিবাজারে তালিকাভুক্ত আটটি মিউচ্যুয়াল ফান্ডের লভ্যাংশ ঘোষণাসংক্রান্ত সভা ডাকা হয়েছে একই দিনে। এই ফান্ডগুলো রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ প্রতিষ্ঠান আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি পরিচালনা করে।
আগামী বুধবার ফান্ডগুলোর ট্রাস্টি সভা হবে বলে বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে দেয়া ঘোষণায় জানানো হয়। এ নিয়ে জুনে অর্থবছর শেষ হওয়া ৩০টি ফান্ডের মধ্যে ১৪টির লভ্যাংশ ঘোষণার বৈঠকের খবর এল।
গত জুলাই থেকে চলতি বছর জুন পর্যন্ত পুঁজিবাজারে সূচক বেড়েছে দুই হাজার পয়েন্টের বেশি। আর এই এক বছরের চাঙা বাজারের সুবিধা পাওয়া ফান্ডগুলোর মধ্যে একটি এরই মধ্যে লভ্যাংশ ঘোষণা করেছে। আজ বৈঠক আছে আরও দুটি ফান্ডের।
বুধবার লভ্যাংশ ঘোষণা করা এনএলআই ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ২০১২ সালে তালিকাভুক্ত হওয়ার পর রেকর্ড পরিমাণ লভ্যাংশ ঘোষণার মধ্য দিয়ে চলতি বছর ফান্ডগুলোর লভ্যাংশ কেমন হতে পারে, তার নমুনা দেখা গেছে।
গত বছর ফান্ডটি ইউনিটপ্রতি ৭৬ পয়সা লোকসান দিয়েছিল। কিন্তু চলতি বছর মুনাফা করেছ ৩ টাকা ১৪ পয়সা। আগের বছরের লোকসানের কারণে সঞ্চিতি সংরক্ষণ করার কারণে চূড়ান্ত মুনাফা হয় ১ টাকা ৮৬ পয়সা।
মুনাফার কমপক্ষে ৭০ শতাংশ নগদে বিতরণের কথা থাকলেও ফান্ডটি বিতরণ করেছে ৯৪.০৯ শতাংশ।
অন্য ফান্ডগুলোও এবার রেকর্ড পরিমাণ মুনাফা করেছে বলেই তৃতীয় প্রান্তিক শেষে প্রতিবেদনে দেখা যাচ্ছে। ফলে এক দশকের হতাশা কাটিয়ে ফান্ডগুলো এবার ভালো লভ্যাংশ দেবে বলে আশা করা হচ্ছে।
অবশ্য কিছু ফান্ড গত বছর বেশ বড় অঙ্কের লোকসান দেয়ার কারণে তার বিপরীতে সঞ্চিতি সংরক্ষণ করতে পারবে, এ কারণে পুরো মুনাফার ওপর লভ্যাংশ পাবেন না ইউনিটধারীরা। তবে সঞ্চিতি সংরক্ষণ হয়ে গেলে আর পুঁজিবাজার স্থিতিশীল থাকলে আগামী বছর আরও ভালো লভ্যাংশ পাবেন তারা।
তবে আইসিবির যে আটটি ফান্ড লভ্যাংশ ঘোষণা করেছে, তার কোনোটিই গত বছর লোকসান দেয়নি। আর এ কারণে তারা চলতি বছরের পুরো আয়ের ওপরই লভ্যাংশ দিতে পারবে। ফলে এগুলো বেশ ভালো লভ্যাংশ দেবে বলে আশা করছেন ইউনিটধারীরা।
ফান্ডগুলোর হিসাব-নিকাশ
আইসিবি এএমসিএল ফার্স্ট অগ্রণী ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড ওয়ান মার্চে তৃতীয় প্রান্তিক শেষে ইউনিটপ্রতি ৩০ পয়সা আয় করেছে। গত বছর একই সময়ে এই আয় ছিল ২৪ পয়সা। আর বছর শেষে তারা ৩৪ পয়সা আয় করে ৫০ পয়সা লভ্যাংশ দিয়েছিল।
আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড চলতি বছর তৃতীয় প্রান্তিক শেষে ইউনিটপ্রতি ৪১ পয়সা আয় করেছিল। গত বছর একই সময়ে এই আয় ছিল ৪০ পয়সা। আর অর্থবছর শেষে ৪১ পয়সা আয় করে ফান্ডটি ৫০ পয়সা লভ্যাংশ দিয়েছিল।
আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচ্যুয়াল ফান্ড ওয়ান চলতি বছর তৃতীয় প্রান্তিক শেষে ইউনিটপ্রতি আয় করেছ ৩১ পয়সা। আগের বছর একই সময়ে আয় ছিল ২৫ পয়সা। আর বছর শেষে তারা ইউনিটপ্রতি ৩০ পয়সা আয় করে ৫০ পয়সা লভ্যাংশ দিয়েছিল।
আইসিবি এএমসিএল থার্ড এনআরবি মিউচ্যুয়াল ফান্ড চলতি বছর তৃতীয় প্রান্তিক শেষে ইউনিটপ্রতি আয় করেছ ২৫ পয়সা। আগের বছর একই সময়ে আয় ছিল ২০ পয়সা। আর বছর শেষে তারা ইউনিটপ্রতি ২৪ পয়সা আয় করে ৫০ পয়সা লভ্যাংশ দিয়েছিল।
আইসিবি এমপ্লয়ি প্রভিডেন্ড মিউচ্যুয়াল ফান্ড ওয়ান চলতি বছর তৃতীয় প্রান্তিক শেষে ইউনিটপ্রতি আয় করেছ ৩০ পয়সা। আগের বছর একই সময়ে আয় ছিল ২৬ পয়সা। আর বছর শেষে তারা ইউনিটপ্রতি ২০ পয়সা আয় করে ৫০ পয়সা লভ্যাংশ দিয়েছিল।
আইএফআইএল ইসলামি মিউচ্যুয়াল ফান্ড ওয়ান চলতি বছর তৃতীয় প্রান্তিক শেষে ইউনিট প্রতি ১১ পয়সা আয় করেছে। গত বছর একই সময়ে এই আয় ছিল ২৭ পয়সা। আর বছর শেষে ২২ পয়সা আয় করে ৪০ পয়সা লভ্যাংশ দিয়েছিল।
প্রাইম ব্যাংক ফার্স্ট আইসিবি এএমসিএল মিউচ্যুয়াল ফান্ড চলতি বছর তৃতীয় প্রান্তিক শেষে ইউনিটপ্রতি আয় করেছ ৪১ পয়সা। আগের বছর একই সময়ে আয় ছিল ২৪ পয়সা। আর বছর শেষে তারা ইউনিটপ্রতি ৩১ পয়সা আয় করে ৫০ পয়সা লভ্যাংশ দিয়েছিল।
ফিনিক্স ফিন্যান্স মিউচ্যুয়াল ফান্ড ওয়ান চলতি বছর তৃতীয় প্রান্তিক শেষে ইউনিটপ্রতি আয় করেছ ২৮ পয়সা। আগের বছর একই সময়ে আয় ছিল ২২ পয়সা। আর বছর শেষে তারা ইউনিটপ্রতি ২৫ পয়সা আয় করে ৫০ পয়সা লভ্যাংশ দিয়েছিল।