বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

আরও দুই মিউচ্যুয়াল ফান্ডের লভ্যাংশ সোমবার

  •    
  • ২ আগস্ট, ২০২১ ১৮:৫৫

এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ড চলতি বছর তিন প্রান্তিক শেষে ইউনিটপ্রতি আয় করেছে ২ টাকা ১৪ পয়সা। গত বছর একই সময়ে ইউনিট প্রতি লোকসান ছিল ১ টাকা ১৩ পয়সা। এসইএমএল এফবিএসএল গ্রোথ ফান্ড জুলাই থেকে মার্চ সময়ে তিন প্রান্তিক মিলিয়ে ইউনিট প্রতি আয় (ইপিইউ) হয়েছে ১ টাকা ৫৮ পয়সা, যা গত বছরের একই সময়ে আয় ছিল ৭ পয়সা।

পুঁজিবাজারের বাইরে থাকা মিউচ্যুয়াল ফান্ডের একের পর এক আকর্ষণীয় লভ্যাংশ ঘোষণার মধ্যে পুঁজিবাজারে তালিকাভুক্ত দুটি মিউচ্যুয়াল ফান্ড তাদের লভ্যাংশ ঘোষণা বিষয়ে ট্রাস্টি সভার তারিখ জানিয়েছে।

সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি স্ট্যাটেজিক ইক্যুইটি ম্যানেজমেন্ট লিমিটেডের পরিচালিত এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ড ও এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ড আগামী সোমবার ৯ আগস্ট এই সভা ডেকেছে। এদিন ২টা ৩৫ ও ২টা ৪৫ মিনিটে ফান্ড দুটির সভা হবে বলে জানানো হয়েছে।

এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ড চলতি বছর তিন প্রান্তিক শেষে ইউনিটপ্রতি আয় করেছে ২ টাকা ১৪ পয়সা। গত বছর একই সময়ে ইউনিট প্রতি লোকসান ছিল ১ টাকা ১৩ পয়সা।

এসইএমএল এফবিএসএল গ্রোথ ফান্ড জুলাই থেকে মার্চ সময়ে তিন প্রান্তিক মিলিয়ে ইউনিট প্রতি আয় (ইপিইউ) হয়েছে ১ টাকা ৫৮ পয়সা, যা গত বছরের একই সময়ে আয় ছিল ৭ পয়সা।

জুনে অর্থবছর শেষ হয়েছে এমন ফান্ডের সংখ্যা ৩০টি। এর মধ্যে তিনটি এরই মধ্যে লভ্যাংশ ঘোষণা বিষয়ে তারিখ জানিয়েছে।

সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি এলআর গ্লোবাল পরিচালিত গ্রিন ডেল্টা ফান্ড ও ডিবিএইচ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ট্রাস্টি বোর্ড আগামী বৃহস্পতিবার তাদের লভ্যাংশ সংক্রান্ত সভা ডেকেছে।

এছাড়া আগামী ৮ আগস্ট স্ট্যাটেজিক ইক্যুইটি ম্যানেজমেন্ট পরিচালিত আরেক ফান্ড এসইএমএল আইবিবিএল শরিয়াহ ফান্ডের বেলা দেড়টায় লভ্যাংশ ঘোষণার তারিখ জানিয়েছে।

মিউচ্যুয়াল ফান্ড বিধিমালা অনুযায়ী এগুলো তাদের আয়ের ৭০ শতাংশ নগদে লভ্যাংশ হিসেবে বিতরণ করবে। তবে গ্রোথ ফান্ড দিতে পারবে ৫০ শতাংশ।

তবে আগের বছরের লোকসানের বিপরীতে সঞ্চিতি সংরক্ষণের সুযোগ থাকছে। ফলে এখন পর্যন্ত যতটা আয় হয়েছে, তার বিপরীতে লভ্যাংশ কত হবে, তার পূর্বানুমান করা কঠিন।

তার পরেও ফান্ডগুলো তৃতীয় প্রান্তিক শেষে যে আয় ব্যয়ের হিসাব প্রকাশ করেছে, তাতে এবার বেশ ভালো লভ্যাংশের সম্ভাবনা তৈরি হয়েছে।

এমনিতে ফান্ডগুলো ব্যাপক মুনাফায় আছে, তার ওপর চতুর্থ প্রান্তিকে এপ্রিল থেকে জুন পর্যন্ত সূচক বেড়েছে ৮৮০ পয়েন্ট। এর আগে বছরের প্রথম প্রান্তিকে যখন সূচক ৯৭০ পয়েন্টের মতো বেড়েছিল তখন কিছু কিছু ফান্ড ইউনিটপ্রতি দুই টাকা বা আশেপাশে মুনাফা করেছিল।

পুঁজিবাজারে বর্তমানে ৩৭টি ফান্ড তালিকাভুক্ত আছে। এর মধ্যে একটির মেয়াদ শেষ হওয়ায় লেনদেন আছে ৩৬টি মিউচ্যুয়াল ফান্ড।

বেমেয়াদী ফান্ডের আকর্ষণীয় লভ্যাংশ

পুঁজিবাজারের বাইরে থাকা বেশ কিছু মিউচ্যুয়াল ফান্ড যে হারে লভ্যাংশ ঘোষণা করছে, তাতে পুঁজিবাজারের ফান্ডগুলোর ইউনিটধারীরাও আশাবাদী হয়ে উঠছেন।

এর মধ্যে সবচেয়ে বেশি লভ্যাংশ দিয়েছে এএএমএল ইউনিট ফান্ড। তারা ইউনিটপ্রতি ৩ টাকা ৪৩ টাকা আয় করে আড়াই টাকা লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।

এর আগে শান্তা ফার্স্ট ইনকাম প্রোপার্টি ফান্ড ইউনিটপ্রতি ২ টাকা ৮৮ পয়সা আয় করে ২ টাকা ৫ পয়সা আর আইডিএলসি ব্যালেন্সড ফান্ড ইউনিটপ্রতি ৩ টাকা ১৭ পয়সা আয় করে দেড় টাকা লভ্যাংশ দিয়েছে। এই দুটি ফান্ডই গত বছর লোকসানের কারণে কোনো লভ্যাংশ দিতে পারেনি। আর আইডিএলসির ফান্ডটি গত বছরের লোকসানের বিপরীতে সঞ্চিতি সংরক্ষণ করতে গিয়ে লভ্যাংশ কমিয়েছে।

অন্যদিকে সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি ক্যাপিটেক পরিচালিত মেয়াদহীন এই ফান্ড দুটির মধ্যে ক্যাপিটেক পপুলার লাইফ ইউনিট ফান্ড জুনে সমাপ্ত অর্থবছরের জন্য ১৫ শতাংশ আর পদ্মা প্রভিডেন্ট ফান্ড শরিয়াহ ইউনিট ফান্ড ৭ শতাংশ করে নগদ লভ্যাংশ দেয়ার ঘোষণা দিয়েছে।

এছাড়া সর্বশেষ আইসিবি পরিচালিত আইসিবি ইউনিট ফান্ড তার ইউনিটধারীদের ইউনিট প্রতি ৪২ টাকা লভ্যাংশ প্রদান করে আলোচনায় এসেছে।

এ বিভাগের আরো খবর