বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ব্যাংক বিমায় আগ্রহের দিনে ওয়েবসাইটে ৩৫ মিনিট জটিলতা

  •    
  • ২৫ জুলাই, ২০২১ ১১:১৬

১৮ জুলাই একইভাবে বড় ধরনের কারিগরি জটিলতায় পড়ে পুঁজিবাজারের লেনদেন। এ সময় ১ ঘণ্টা ২০ মিনিট বন্ধ ছিল লেনদেন। পরে লেনদেন সময় ১ ঘণ্টা বাড়িয়ে সাড়ে ৩টা পর্যন্ত করা হয়। সেদিনও দেখা যায় ওয়েবসাইটে ত্রুটি। 

আবারও কারিগরি জটিলতায় পড়েছিল ঢাকা স্টক এক্সচেঞ্জ বা ডিএসইর ওয়েবসাইট। ঘড়ির কাঁটায় যখন ১০টা ৫০ মিনিট, তখন ডিএসইতে সূচকের উত্থান-পতনের চিত্র দেখাচ্ছিল ১০টা ৩৯ মিনিটের। আবার যখন ১০টা ৫১ ‍মিনিট, তখন সূচকের আপডেট দেখাচ্ছিল ১০টা ৪১ মিনিটের।

একইভাবে ঘড়ির কাঁটায় যখন ১০টা ৫২ মিনিট, তখন সূচক ৬ হাজার ৪১১ পয়েন্টে, যা ১০টা ৪২ মিনিটের।

সপ্তাহের প্রথম কর্মদিবসে লেনদেনে এমন ত্রুটি দেখা গেছে।

অবশ্য এই ত্রুটি অব্যাহত ছিল ৩৫ মিনিট। এরপরই রিয়েল টাইমে আপডেট দিতে শুরু করে ডিএসইর ওয়েবসাইট।

এমন আপডেট ত্রুটি এটাই প্রথম নয়। চলতি মাসের ১৮ জুলাই একইভাবে বড় ধরনের কারিগরি জটিলতায় পড়ে পুঁজিবাজারের লেনদেন। এ সময় ১ ঘণ্টা ২০ মিনিট বন্ধ ছিল লেনদেন। পরে লেনদেন সময় ১ ঘণ্টা বাড়িয়ে সাড়ে ৩টা পর্যন্ত করা হয়।

এরই মধ্যে পুঁজিবাজারের তথ্যপ্রযুক্তি খাতের জন্য একটি কমিটি করে দেয়া হয়েছে বলে ডিএসই সূত্রে জানা গেছে।

রোববার লেনদেনের ধীরগতি নিশ্চিত করে ডিএসইর এক সূত্র জানায়, কারিগরি জটিলতার কারণে লেনদেনে কিছুটা ব্যাঘাত হচ্ছে। তা সাময়িক। ঠিক হয়ে যাবে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘড়ির কাঁটায় যখন ১০টা ৫৭ মিনিট, তখন সূচক দেখাচ্ছে ৬ হাজার ৪০৬ পয়েন্ট, যা ১০টা ৪৬ মিনিটের।

ডিএসই ওয়েবসাইটে যখন ঘড়ির কাঁটা ১১টা ২১ মিনিট, তখন ডিএসইর আপডেট দেখাচ্ছিল ১১টা ২০ মিনিটের।

ডিএসই থেকে বলা হয়েছে, শিগগির রিয়েল টাইম, লেনদেন সময় ও ঘড়ির কাঁটার সময় সমন্বয় করা হচ্ছে।

ব্যাংক বিমা মিউচ্যুয়াল ফান্ডে আগ্রহ

ঈদের পর প্রথম লেনদেন চলছে পুঁজিবাজারে। রোববার লেনদেনের শুরুতেই বিনিয়োগকারীদের শেয়ার কেনার প্রতি আগ্রহে সূচকের উত্থান দেখা গেছে।

করোনাভাইরাস প্রতিরোধে সরকারের নেয়া উদ্যোগের অংশ হিসেবে চলছে তৃতীয় পর্যায়ের লকডাউন। ২৩ জুলাই থেকে চলমান এই লকডাউন চলবে ৫ আগস্ট পর্যন্ত। সরকারি ছুটির দিন থাকায় ২৩ ও ২৪ জুলাই লেনদেন হয়নি পুঁজিবাজারে। সপ্তাহের প্রথম কার্যদিবস হিসেবে রোববার সকাল ১০টায় শুরু হয়েছে লেনদেন।

লকডাউনের এই পর্যায়ে বাংলাদেশ ব্যাংক তাদের ব্যাংকিং কার্যক্রম সীমিত করে নতুন সময় জানিয়েছে। যেখানে সকাল ১০টা থেকে দেড়টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। ফলে পুঁজিবাজারের লেনদেন সময় নির্ধারণ করা হয়েছে বেলা ১টা পর্যন্ত।

রোববার থেকে ৫ আগস্ট পর্যন্ত পুঁজিবাজারের লেনদেন হবে তিন ঘণ্টা। আগে লেনদেন হতো সাড়ে চার ঘণ্টা।

সূচকের ১৭ পয়েন্ট উত্থানে ৬ হাজার ৪০৫ পয়েন্ট থেকে উঠে আসে ৬ হাজার ৪২২ পয়েন্টে। এরপর সূচকের উত্থান-পতন থাকলেও ১০টা ১৮ মিনিটে সূচক পৌঁছে এ সময়ের সর্বোচ্চ অবস্থানে ৬ হাজার ৪৩৩ পয়েন্টে। এরপর সূচক কিছুটা নেমে এলেও ১০টা ২৮ মিনিটে আবারও সর্বোচ্চ অবস্থানে পৌঁছে। ১০টা ৩৯ মিনিট থেকে আটকে যায় সূচকের গতি। ঘড়ির কাঁটার সঙ্গে অসামঞ্জস্য হতে থাকে লেনদেনের। ঘড়ির কাঁটায় যখন ১১টা, তখন সূচক দেখাচ্ছে ১০টা ৪৯ মিনিটের ৬ হাজার ৪০৬ পয়েন্ট। এ সময়ে সূচক বেড়েছে ৩ দশমিক ৬৬ পয়েন্ট।

লেনদেনের এই সময়ে দেখা গেছে, তালিকাভুক্ত ব্যাংক খাতের শেয়ারের দর অনেকটাই ঊধ্বমুখী। এ সময়ে লেনদেন হওয়া ৩১টি ব্যাংকের মধ্যে ১৮টির শেয়ার দর বেড়েছে। তিনটি ব্যাংকের শেয়ার দর কমেছে। বাকি ১০টি ব্যাংকের শেয়ার দর পাল্টায়নি।

পুঁজিবাজারে তালিকাভুক্ত আছে ৩৭টি মিউচ্যুয়াল ফান্ড। এ সময়ে মাত্র তিনটি মিউচ্যুয়াল ফান্ডের দর কমেছে। দর বেড়েছে ২৩টি ফান্ডের। বাকি ১১টি ফান্ডের ইউনিটপ্রতি দর পাল্টায়নি।

বিমা খাতের প্রতিও বিনিয়োগকরীদের আগ্রহ দেখা গেছে। ফলে এ খাতের কোম্পানির শেয়ার দরও বেড়েছে উল্লেখযোগ্য হারে। লেনদেন হওয়া ৫১টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৪৫টির। দর কমেছে দুটির। আর দর পাল্টায়নি চারটির।

লেনদেনের এ সময়ে সবচেয়ে বেশি দর বেড়েছে সদ্য তালিকাভুক্ত হয়ে লেনদেন শুরু করা বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেডের ৯ দশমিক ৮৭ শতাংশ। কোম্পানিটির শেয়ার দর ৩৮ টাকা ৫০ পয়সা থেকে বেড়ে হয়েছে ৪২ টাকা ৩০ পয়সা।

দর বৃদ্ধির দিক দিয়ে তারপরেই আছে সিরামিক খাতের ফুয়াং সিরামিক, সাইনপুকুর সিরামিক। বস্ত্র খাতের রহিম টেক্সটাইল, বিমা খাতের সেন্টাল ইন্স্যুরেন্স। বিদ্যুৎ ও জ্বালানি খাতের সাইফ পাওয়ার।

এ বিভাগের আরো খবর