গত এক বছরে পুঁজিবাজারে তালিকাভুক্ত মিউচ্যুয়াল ফান্ডগুলোর সম্পদমূল্যে ব্যাপক বৃদ্ধির তথ্য মিলেছে। একটি ফান্ডের সম্পদমূল্য বেড়েছে সর্বোচ্চ ৬৫ শতাংশ। সবচেয়ে কম বেড়েছে যেটির, সেটিও বেড়েছে ১৩ দশমিক ৯১ শতাংশ।
২০২০ সালের ৮ মার্চ করোনা সংক্রমণ ধরা পড়ার পর পুঁজিবাজারে যে ধস নামে, সে কারণে জুন ক্লোজিং ফান্ডগুলোর বেশির ভাগই ব্যাপক লোকসানের কারণে লভ্যাংশ দিতে পারেনি।
তবে ৬৬ দিনের সাধারণ ছুটি শেষে ৭ জুন লেনদেন শুরুর পর থেকে এক বছরে পুঁজিবাজারে যে দুই হাজার পয়েন্টের বেশি উত্থান হয়েছে, তাতে মিউচ্যুয়াল ফান্ডগুলোও হয়েছে স্ফীত। যে ফান্ডগুলোর ক্রয়মূল্যের চেয়ে বাজারমূল্য প্রায় অর্ধেকে নেমে এসেছিল, সেগুলোও এখন ক্রয়মূল্যের কাছাকাছি চলে গেছে। আর বেশির ভাগ ফান্ডের ক্রয়মূল্যের চেয়ে বাজারমূল্য বেশি।
নিউজবাংলা হিসাব করে দেখেছে, এই এক বছরে ৫টি ফান্ডের সম্পদমূল্য বেড়েছে ৬০ শতাংশের বেশি। একটির বেড়েছে ৫০ শতাংশ। ৪০ শতাংশের বেশি ও ৫০ শতাংশের কম বেড়েছে ৫টির।
৩০ শতাংশের বেশি ও ৪০ শতাংশের কম বেড়েছে ১১টি ফান্ডের সম্পদমূল্য। ২০ থেকে ৩০ শতাংশ বেড়েছে ১০টি ফান্ডের সম্পদমূল্য। আর ৪টি ফান্ডের সম্পদমূল্য বেড়েছে ১০ থেকে ২০ শতাংশের মধ্যে।
অবশ্য সম্পদমূল্য বৃদ্ধি আর আয় যে সমানুপাতিক, সেই নিশ্চয়তা দেয়া যায় না। আইসিবি এমপ্লয়ি মিউচ্যুয়াল ফান্ডের সম্পদমূল্য এই এক বছরে ৬৫ দশমিক ০৫ শতাংশ বেড়েছে। তবে প্রথম ৯ মাসে এই ফান্ডটির ইউনিটপ্রতি আয় হয়েছে ৩০ পয়সা। তবে সম্পদমূল্য ২৮ দশমিক ১৪ শতাংশ বৃদ্ধি পাওয়া পপুলার লাইফ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৯ মাসে আয় হয়েছে ১ টাকা ৪৪ পয়সা।
যেসব মিউচুয়্যাল ফান্ডের প্রবৃদ্ধি হয়েছে ৪০ থেকে ৫০ শতাংশ
পুঁজিবাজারে যে ৩৭টি মিউচ্যুয়াল ফান্ড আছে, তার মধ্যে মেয়াদ শেষ হয়ে যাওয়ায় সাউথইস্ট ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড বেমেয়াদিতে রূপান্তরের সিদ্ধান্ত হয়েছে।
বাকি ৩৬টি ফান্ডের মধ্যে জুনে অর্থবছর সমাপ্ত হয়েছে ৩০টির। আর এগুলো আগামী দুই মাসের মধ্যে লভ্যাংশ ঘোষণা করতে পারে।
প্রতিটি ফান্ডই এবার মুনাফায় আছে। গত এক দশকেও তৃতীয় প্রান্তিক শেষে এত বেশি মুনাফা দেখা যায়নি কোনো ফান্ডের।
২০২০ সালের জুন থেকে প্রথম প্রান্তিকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত পুঁজিবাজারে সূচক বাড়ে ৯৭৭ পয়েন্ট। সে সময় দুই একটি ফান্ড ইউনিটপ্রতি ২ টাকারও বেশি আয় করেছে। বেশ কয়েকটির আয় দেড় টাকার বেশি আ আশপাশে দেখা গেছে।
দ্বিতীয় প্রান্তিকে অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত সূচক বাড়ে আরও ৫৪০ পয়েন্ট। এই সময়েও ফান্ডগুলো ইউনিটপ্রতি বেশ ভালো মুনাফা করে। আগের প্রান্তিকের চেয়ে কম হলেও এই সময়েও কোনো কোনো ফান্ড ইউনিটপ্রতি দেড় বা দুই টাকা মুনাফা করে।
তবে গত জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত বাজারে ছন্দপতন ঘটে। এই প্রান্তিকে সূচক পড়ে ৩৪০ পয়েন্ট।
যেসব মিউচুয়্যাল ফান্ডের প্রবৃদ্ধি হয়েছে ৩০ থেকে ৪০ শতাংশ
তবে বাজারে পতন হলেও মিউচ্যুয়াল ফান্ডগুলো লোকসান দিয়েছে এমন নয়। এই প্রান্তিকে ৩৭টি ফান্ডের মধ্যে মুনাফা করে ২৭টি। বাকি ১০টির মধ্যে দুটি ফান্ড চলতি অর্থবছরের হিসাব দেয়নি। অন্য আটটির মধ্যে ইউনিটপ্রতি ১ থেকে সর্বোচ্চ ১৪ পয়সা লোকসান করে। তবে আগের দুই প্রান্তিকে বিপুল পরিমাণ মুনাফার কারণে তৃতীয় প্রান্তিক শেষে বেশ ভালো অঙ্কের আয় করায় এবার লোভনীয় লভ্যাংশের সম্ভাবনা তৈরি হয়েছে।
আর তৃতীয় প্রান্তিকের শুরুতে এপ্রিলে লকডাউন ঘোষণাকে কেন্দ্র করে পুঁজিবাজারে ধস নামলেও পরে সেই লকডাউন চলাকালেই দেখা দেয় উত্থান। আর চলমান শাটডাউনেও দেখা গেছে একই প্রবণতা।
সব মিলিয়ে চতুর্থ প্রান্তিকে পুঁজিবাজারে সূচক বেড়েছে প্রথম প্রান্তিকের কাছাকাছি, ৮৮০ পয়েন্ট। ফলে ফান্ডগুলো প্রথম প্রান্তিকের কাছাকাছি আয় করলে এবার যে চূড়ান্ত মুনাফা আসতে পারে, সেটি চমকে দিতে পারে বিনিয়োগকারীদের।
চলতি বছর এখন পর্যন্ত যেসব ফান্ড লভ্যাংশ ঘোষণা করেছে, তার প্রতিটিই ব্যাপক আয় করেছে। তবে একটি ফান্ড ১ টাকা ৬১ পয়সার বেশি আয় করেও মুনাফার ১০ শতাংশ লভ্যাংশ বিতরণ করেছে, যদিও নীতিমালায় বলা আছে, নগদে ৭০ শতাংশ বিতরণ করতে হবে।
যেসব মিউচুয়্যাল ফান্ডের প্রবৃদ্ধি হয়েছে ৩০ থেকে ৪০ শতাংশ
তবে এই ফান্ডটি গত বছর ব্যাপক লোকসান দিয়েছিল আর সেই লোকসানের সঞ্চিতি সংরক্ষণের সুবিধা দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। আর এতে ফান্ডের ভিত্তি শক্তিশালী হয়েছে।
তবে তৃতীয় প্রান্তিকের যে হিসাব পাওয়া গেছে, সেই সঙ্গে চতুর্থ প্রান্তিকের যে চাঙাভাব, সেটি বিবেচনায় আনলে আর ফান্ডের বাজারমূল্য হিসাব করলে এবার বিনিয়োগকারীরা যে আকর্ষণীয় লভ্যাংশ পেতে পারেন, সেই সম্ভাবনাই দেখা যায়।
ভিআইপিবি অ্যাসেট ম্যানেজমেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহিদুল ইসলাম নিউজবাংলাকে বলেন, ‘যে সময়টিতে মিউচ্যুয়াল ফান্ডের সম্পদমূল্য বেড়েছে সে সময়টিতে কিন্ত পুঁজিবাজারও ভালো ছিল। ফলে তার সুফল পেয়েছে ফান্ডগুলো।’
তবে সম্পদমূল্য ও আয় বাড়লেও এই ফান্ডগুলোর মূল্য যে খুব একটা বেড়েছে এমন নয়। পপুলার লাইফ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের সম্পদমূল্য ১২ টাকা ২ পয়সা হলেও দাম ৬ টাকা ৫০ পয়সা।
সব মিলিয়ে ২৪টি ফান্ডের দামই এখন অভিহিত মূল্য ১০ টাকার নিচে। যদিও এদের সিংহভাগের সম্পদমূল্যই ১১ টাকার বেশি।
বিশ্বের বিভিন্ন দেশে মিউচ্যুয়াল ফান্ডকে পুঁজিবাজারের প্রাণ হিসেবে ধরা হলেও বাংলাদেশে এই ফান্ডগুলো এখন পর্যন্ত বিনিয়োগকারীদের মনোযোগ আকর্ষণ করতে পারেনি। যদিও পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি এই ফান্ডগুলোতে বিনিয়োগে উৎসাহ দিচ্ছে। এতে ক্ষুদ্র বিনিয়োগকারীদের বিনিয়োগের ঝুঁকি কমে আসবে বলে মনে করছে তারা।
শাহিদুল ইসলাম বলেন, ‘মিউচ্যুয়াল ফান্ডগুলো পুঁজিবাজারের জন্য সবচেয়ে আস্থার পোডাক্ট। কিন্ত সেভাবে বিনিয়োগকারীদের আস্থা অর্জন করতে পারেনি। কারণ হচ্ছে বিনিয়োগকারীরা মিউচ্যুয়াল ফান্ডের কাছ থেকে পরিমাণ মুনাফা প্রত্যাশা করে সেটি তারা পান না। ফলে এ খাতে বিনিয়োগকারীরা বিনিয়োগ আগ্রহী হন না।’
যেসব মিউচুয়্যাল ফান্ডের প্রবৃদ্ধি হয়েছে ২০ থেকে ৩০ শতাংশ
তবে চলতি বছর ফান্ডগুলো ভালো লভ্যাংশ দিতে পারলে পরিস্থিতি ঘুরে যেতে পারে বলে ধারণা করছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের পরিচালক শাকিল রিজভী।
নিউজবাংলাকে তিনি বলেন, ‘পুঁজিবাজার ভালো থাকলে মিউচ্যুয়াল ফান্ডের এনএভি বা সম্পদমূল্য বাড়বে, এটাই স্বাভাবিক। এনএভির চেয়ে দাম কম থাকলে বুঝতে হবে এই খাতে আগ্রহ কম। এবার যেহেতু আয় ভালো হয়েছে, বিনিয়োগকারীদের প্রত্যাশা অনুযায়ী লভ্যাংশ দেয়া উচিত।’
সবচেয়ে বেশি সম্পদমূল্য বেড়েছে আইসিবির ফান্ডগুলোর
৩০ জুন শেষে রাষ্ট্রায়াত্ত বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ, আইসিবির অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির পরিচালনায় আইসিবি এমপ্লয়ি প্রভিডেন্ড মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের সম্পদমূল্য দাঁড়িয়েছে ৯ টাকা ২১ পয়সা। ২০২০ সালের ৩০ জুন শেষে সম্পদূল্য ছিল ৫ টাকা ৫৮ পয়সা। অর্থাৎ এই ফান্ডটির সম্পদমূল্য বেড়েছে ৩ টাকা ৬৩ পয়সা। শতকরা হিসেবে বেড়েছে ৬৫ দশমিক ০৫ শতাংশ।
দ্বিতীয় সর্বোচ্চ বৃদ্ধি পাওয়া আইসিবি থার্ড এনআরবির সম্পদ মূল্য ৩০ জুন শেষে দাঁড়িয়েছে ৯ টাকা ৫ পয়সা, যা ২০২০ সালের জুন শেষে ছিল ৫ টাকা ৫৯ পয়সা। এই এক বছরে বেড়েছে ৩ টাকা ৪৬ পয়সা বা ৬১ দশমিক ৯০ শতাংশ।
সম্পদমূল্যে তৃতীয় সর্বোচ্চ প্রবৃদ্ধিতে থাকা প্রাইম ব্যাংক ফার্স্ট আইসিবি এএমসিএল মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের সম্পদমূল্য দাঁড়িয়েছে ৯ টাকা ৯৩ পয়সা, যা ২০২০ সালের জুন শেষে ছিল ৬ টাকা ১৪ পয়সা। শতকরা হিসেবে ৬১ দশমিক ৭৩ শতাংশ বেড়েছে এক বছরে।
চতুর্থ অবস্থানে থাকা আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচ্যুয়াল ফান্ডের সম্পদমূল্য দাঁড়িয়েছে ১০ টাকা ১৩ পয়সা। ২০২০ সালের জুন শেষে যা ছিল ৬ টাকা ২৯ পয়সা। এক বছরে বেড়েছে ৬১ দশমিক ০৫ শতাংশ।
যেসব মিউচুয়্যাল ফান্ডের প্রবৃদ্ধি হয়েছে ২০ থেকে ৩০ শতাংশ
পঞ্চম অবস্থানে থাকা ফিনিক্স ফিনান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের সম্পদমূল্য দাঁড়িয়েছে ৯ টাকা ৪৭ পয়সা। ২০২০ সালের ৩০ জুন যা ছিল ৫ টাকা ৮৯ পয়সা। এই এক বছরে বেড়েছে ৩ টাকা ৫৮ পয়সা বা ৬০ দশমিক ৭৮ শতাংশ।
এছাড়া ৫০ শতাংশ বেড়েছে আইসিবি সোনালী ব্যাংক লিমিটেড ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের সম্পদমূল্য।
৪০ শতাংশের বেশি বাড়ল যেগুলোর
ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালান্সড ফান্ডের সম্পদমূল্য গত ৩০ জুন শেষে দাঁড়িয়েছে ১১ টাকা ৪৯ পয়সা। ২০২০ সালের ৩০ জুন সম্পদ ছিল ৭ টাকা ৮৬ পয়সা। শতকরা হিসেবে বেড়েছে ৪৬ দশমিক ১৮ শতাংশ।
এ ছাড়া ভ্যানগার্ড এএমএল বিডি ফিনান্স মিউচ্যুয়াল ফান্ডের ৪৫ দশমিক ২৬, আইএফআইএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ডের ৪২ দশমিক ৯৯ শতাংশ, আইসিবি ফার্স্ট অগ্রণী ব্যাংক মিউচ্যুয়াল ফান্ডের ৪১ দশমিক ৪৬ এবং সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ডের সম্পদমূল্য বেড়েছে ৪০ দশমিক ৫২ শতাংশ।
৩০ শতাংশের বেশি সম্পদ বাড়ল যেগুলোর
৩০ জুন শেষে রিলায়েন্স ইন্স্যুরেন্সের রিলায়েন্স ওয়ান ফার্স্ট স্পিম মিউচ্যুয়াল ফান্ডের সম্পদমূল্য দাঁড়িয়েছে ১৪ টাকা ৭৬ পয়সা। গত বছরের ৩০ জুন যা ছিল ১০ টাকা ৭০ পয়সা। এই এক বছরে বাড়ল ৪ টাকা ৬ পয়সা। শতকরা হিসেবে বেড়েছে ৩৭ দশমিক ৯৪ শতাংশ।
শতকরা হিসেবে সম্পদমূল্য এর চেয়ে খানিকটা কম বৃদ্ধি পাওয়া গ্রামীণ টু ও এনএলআই ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের সম্পদ মূল্য টাকার অঙ্কে আরও বেশি বেড়েছে।
যেসব মিউচুয়্যাল ফান্ডের প্রবৃদ্ধি হয়েছে ২০ শতাংশের কম
এক বছরে সম্পদ ৫ টাকা ৩৬ পয়সা বৃদ্ধি পাওয়া গ্রামীণ টুর সম্পদ বৃদ্ধির শতকরা হার ৩৪ দশমিক ৬৭ শতাংশ, আর ৪ টাকা ১০ পয়সা সম্পদ বৃদ্ধি পাওয়া এনএলআই ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের সম্পদ মূল্য বেড়েছে ৩৬ দশমিক ৫৪ শতাংশ।
এ ছাড়া ইবিএলএনআরবি মিউচ্যুয়াল ফান্ডের ৩৫ দশমিক ১৫ শতাংশ, এবিব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৩৩ দশমিক ৫২ শতাংশ, সিএপিএমআইবিবিএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ডের ৩৩ দশমিক ১৫ শতাংশ, এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ডের ৩১ দশমিক ৫৬ শতাংশ, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৩০ দশমিক ৭২ শতাংশ, ডিবিএইচি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৩০.০৭ শতাংশ, ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৩০ দশমিক ০৩ শতাংশ, পিএইচপি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৩০ দশমিক ০১ শতাংশ দাম বেড়েছে।
২০ থেকে ৩০ শতাংশ প্রবৃদ্ধি
৩০ জুন শেষে আইএফআইসি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের সম্পদমূল্য দাঁড়িয়েছে ১১ টাকা ৬৩ পয়সা। গত বছর ৩০ জুন শেষে সম্পদমূল্য ছিল ৮ টাকা ৯৭ পয়সা। শতকরা হিসেবে সম্পদ বেড়েছে ৬৫ শতাংশ।
এ ছাড়া গ্রিনডেল্টা মিউচ্যুয়াল ফান্ডের ২৯ দশমিক ২২ শতাংশ, এফবিএফআইএফ মিউচ্যুয়াল ফান্ডের ২৮ দশমিক ৯৯ শতাংশ, ইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ২৮ দশমিক ৭৪ শতাংশ, ফার্স্ট জনতা ব্যাংক মিউচ্যুয়াল ফান্ডের ২৮ দশমিক ৩২ শতাংশ, পপুলার লাইফ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ২৮ দশমিক ১৪ শতাংশ, এসইএমএল আইবিবিএল শরিয়াহ ফান্ডের ২৬ দশমিক ৪৫ শতাংশ, এশিয়ান টাইগার সন্ধানী লাইফ গ্রোথ ফান্ডের ২৩ দশমিক ২৬ শতাংশ, এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের, ২১ দশমিক ৬০ শতাংশ এবং এনসিসিবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের সম্পদ বেড়েছে ২১ দশমিক ২২ শতাংশ।
সবচেয়ে কম প্রবৃদ্ধি চারটির
গত এক বছরে শতকরা হিসেবে সম্পদমূল্য সবচেয়ে কম বেড়েছে এআইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের। ১ টাকা ৩২ পয়সা বা ১৩ দশমিক ৯১ শতাংশ বেড়েছে এটির।
এ ছাড়া এলআর গ্লোবাল ওয়ানের সম্পদমূল্য বেড়েছে ১৬ দশমিক ৮৯, ফার্স্ট প্রাইম ফিনান্স মিউচ্যুয়াল ফান্ডের ১৭ দশমিক ৫৬ এবং এসইএমএল এফবিএসএল গ্রোথ ফান্ডের সম্পদমূল্য বেড়েছে ১৮ দশমিক ১৫ শতাংশ।