বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

কোনো ম্যাচ না জিতলেও বাংলাদেশের পকেটে ঢোকবে ৩ কোটি টাকা

  • ক্রীড়া ডেস্ক   
  • ১ সেপ্টেম্বর, ২০২৫ ২৩:৩৫

কোনো ম্যাচ না জিতলেও বাংলাদেশের পকেটে ঢোকবে ৩ কোটি টাকা

ক্রীড়া ডেস্ক

আগামী ৩০ সেপ্টেম্বর ভারতে মাঠে গড়াবে ২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপ। টুর্নামেন্টের কিছু ম্যাচ অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কায়ও। এই টুর্নামেন্টকে সামনে রেখে সোমবার প্রাইজমানি ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

সেখানে জানানো হয়, এবারের টুর্নামেন্ট শুধু অংশগ্রহণ করলেই আড়াই লাখ ডলার বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ কোটি ৩ লাখ টাকা পাবে দলগুলো। তাই টুর্নামেন্টে বাংলাদেশ যদি কোনো ম্যাচ নাও জিতে, তবুও এই বিপুল অঙ্কের অর্থ পকেটে ঢোকবেই।

আইসিসি সোমবার এক মিডিয়া বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এবারের বিশ্বকাপে ১ কোটি ৩৮ লাখ ৮০ হাজার ডলার বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৬৮ কোটি ৩৫ লাখ টাকার প্রাইজমানি থাকছে, যা নারী বিশ্বকাপে রেকর্ড। সবশেষ আসরের তুলনায় প্রাইজমানি বেড়েছে ২৯৭ শতাংশ বেড়েছে।

বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল পাবে ৪৪ লাখ ৮০ হাজার ডলার বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫৪ কোটি ৩৪ লাখ টাকা। রানার্স-আপ দল পাচ্ছে ২২ লাখ ২৪ হাজার ডলার বা ২৭ কোটি ১৭ লাখ টাকা।

দুই সেমিফাইনালিস্ট পাচ্ছে ১১ লাখ ২০ হাজার ডলার করে। বাংলাদেশি মুদ্রায় সেটা ১৩ কোটি ৫৮ লাখ টাকা। আট দলের টুর্নামেন্টে পঞ্চম, ষষ্ঠ এই দুই দল পাচ্ছে ৭ লাখ ডলার করে (৮ কোটি ৪৯ লাখ টাকা)। সাত ও আট নম্বরে থেকে টুর্নামেন্ট শেষ করা দল দুটির প্রত্যেকেই পাচ্ছে ২ লাখ ৮০ হাজার ডলার করে। বাংলাদেশি মুদ্রায় ৩ কোটি ৩৯ লাখ টাকা।

গ্রুপ পর্বের প্রতিটি ম্যাচ জয়ের জন্য দলগুলো পাবে ৩৪ হাজার ৩১৪ ডলার করে। বাংলাদেশি হিসেবে ৪১ লাখ ৬১ হাজার টাকা।

বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও নিউজিল্যান্ড- এই আট দল নিয়ে রাউন্ড রবিন পদ্ধতিতে হবে ২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপ। প্রথম রাউন্ডের ২৮ ম্যাচ, দুই সেমিফাইনাল ও ফাইনালসহ টুর্নামেন্টের ৩১ ম্যাচ হবে পাঁচ স্টেডিয়ামে। কলম্বো, ডিওয়াই পাতিল স্টেডিয়ামের পাশাপাশি ইন্দোরের হোলকার, গুয়াহাটির বর্ষাপাড়া, বিশাখাপত্তনমের ওয়াই এস রাজাশেখর রেড্ডি স্টেডিয়ামে নারী ওয়ানডে বিশ্বকাপ হবে।

এ বিভাগের আরো খবর